আত্মমর্যাদাবোধ
লিখেছেন লিখেছেন মদীনার আলো ১৯ এপ্রিল, ২০১৪, ০৭:৫৫:৩১ সন্ধ্যা
রেল ষ্টেশনে একটি ভিক্ষুক ভিক্ষা করছিল। তার সামনে ভিক্ষার ঝুলিতে ছিল এক বাণ্ডিল পেন্সিল। এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ট্রেনে ওঠার আগে তার ঝুলিতে একটি ডলার ফেলে দিয়ে কিছুক্ষণ পরে কী ভেবে কয়েকটি পেন্সিল তুলে নিয়ে বললেন, "এক ডলারে এই কয়টা পেন্সিলই পাওয়া যাবে। তুমিই বা এমনি ডলারটা নেবে কেন, আমিই বা দেব কেন?" এই বলে লোকটি ট্রেনে উঠে চলে গেলেন। ছয়মাস পরে সেই কর্মকর্তার সঙ্গে ভিক্ষুকটির আবার দেখা হল একটি পার্টিতে। এবার ভিক্ষুকটি স্যুট-টাই পরে রীতিমত এক সম্ভ্রান্ত ব্যক্তি। সেই কর্মকর্তাকে চিনতে পেরে তার কাছে গিয়ে বললেন, "সম্ভবত আপনি আমাকে চিনতে পারছেন না।" তারপর স্টেশনের ঘটনাটি বলতে কর্মকর্তা পূর্বতন ভিক্ষুককে চিনতে পারলেন। জিজ্ঞেস করলেন, "আপনি এখানে কি করছেন?" পূর্বতন ভিক্ষকটি জবাব দিলেন, "আপনি সম্ভবত বুঝতে পারেন নি, আপনি আমাকে কি শিক্ষা দিয়েছেন। 'পেন্সিল গুলোর দাম এক ডলার
হবে, তাই এক ডলার দিয়ে পেন্সিল গুলি নিয়েছিলেন'. এই কথা শুনে আমি ভাবলাম ভিক্ষা করে আত্মসম্মান নষ্ট করে আমি কি লাভ করছি! এর থেকে জীবনে গঠনমূলক কিছু করা ভালো। ভিক্ষার ঝুলি গুটিয়ে নিয়ে আমি কাজ করতে শুরু করলাম। তার ফলে আজ এই অবস্থায় পৌঁছেছি। আপনাকে ধন্যবাদ আপনি আমার আত্মমর্যাদাবোধ ফিরিয়ে দিয়েছেন; ফলে আমার জীবনে পরিবর্তন এসেছে।" ভিক্ষুকটির আত্মমর্যাদাবোধ উদ্দীপ্ত হল বলেই তার চিন্তা, কর্মপন্থা ও কর্মদক্ষতাতেও পরিবর্তন।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আত্মমর্যাদাবোধ ফিরিয়ে দিয়েছে.. ভালো লাগলো পিলাচ,
আমরা এখন বোধ হয় জাতিয় ভাবে আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলেছি।
মন্তব্য করতে লগইন করুন