বৃদ্ধ ও দেশের সবচেয়ে বড় উকিল

লিখেছেন লিখেছেন মদীনার আলো ০৭ এপ্রিল, ২০১৪, ০৬:২৯:১০ সন্ধ্যা

একবার এক লোক একটা উড়ন্ত হাঁস শিকার করল। গুলি খেয়ে হাঁসটি একটা ক্ষেতের উপর পড়ল। লোকটি বেড়া টপকে ক্ষেতে ঢুকতে গেলে বৃদ্ধ মালিক তাকে আটকালেন। “আমার জমিতে ঢোকা যাবে না।আমার জমিতে কিছু পড়লে সেটা আমার।” বললেন তিনি।

লোকটি বলল, “আমি এ দেশের সবচেয়ে বড় উকিল। আমি তোমার

বিরুদ্ধে মামলা করব। তারপর দেখবে হাঁস আমার নাকি তোমার।”

ক্ষেতের মালিক মনে মনে উকিলের উপর চটে গেলেন। তিনি বললেন, ”আমাদের এদিকে ঝগড়া মীমাংসা করার ধরণ একটু ভিন্ন। আমরা ঝগড়া মীমাংসা করি তিন লাত্থি পদ্ধতিতে।” উকিল বলল, “তিন লাত্থি পদ্ধতি কি?” ক্ষেতের মালিক বললেন, “প্রথমে আমি তোমাকে তিন লাথি দেব। তারপর তুমি আমাকে তিন লাথি দেবে। আবার আমি তোমাকে তিনলাথি দেব। এভাবে চলতেই থাকবে যতক্ষণ না কেউ সারেন্ডার করে।” উকিল দেখল এখন মামলা টামলা করলে অনেক সময় নষ্ট হবে, হাঁস হয়তো পাওয়া যাবে না, পাওয়া গেলেও হয়তো নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই বৃদ্ধকে সে অচিরেই তিন লাথিতে হারাতে পারবে। তাই সে এই পদ্ধতিতে মীমাংসা করতে রাজি হয়ে। বৃদ্ধ প্রথম লাথিটা মারলেন তার হাঁটুতে, উকিল চিৎকার করে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় লাথিটা ধেয়ে এল তার নাক বরাবর, উকিল রক্তাক্ত মুখে মাটিতে শুয়ে পড়ল। তৃতীয় লাথি আঘাত করল উকিলের বুকে, উকিল ব্যথায় ককিয়ে প্রায় অজ্ঞান হয়ে গেল। না, অজ্ঞান হলে তো চলবে না। উকিল তার সমস্ত শক্তি একত্র করে উঠে দাঁড়াল। বৃদ্ধকে কষে একটা লাথি মারার জন্য পা তুলল সে। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ হেসে বললেন, “আমি সারেন্ডার

করলাম। তোমার হাঁস তুমি নিয়ে যাও ।

সংগৃহিত

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203960
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
সাদামেঘ লিখেছেন : ভালো লাগলো
203973
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দারুণ। বৃদ্ধের মাথায় বুদ্ধি আছে বৈকি
203976
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২১
ফেরারী মন লিখেছেন : Big Grin Big Grin Big Grin অনেক ভালো লাগলো পড়ে
203993
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
204012
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : পদ্ধতিটা ভালুই৷
204014
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
সিকদারর লিখেছেন : ভাই আপনি কি সেই উকিল ? আমার কেমন জানি চেনা চেনা লাগতাছে। কারন আমার ক্ষেতেইত হাঁসটা পড়ছিল। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
দারুন গল্প !!!
204104
০৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল পরামর্শ দিলেন!!!
এই উকিল দের জন্যই দেশের অবস্থা এভাবেই তাদেরকে সাইজ করা দরকার।
০৮ এপ্রিল ২০১৪ রাত ১২:২৫
153267
মাটিরলাঠি লিখেছেন : আগে দরকার উকিলরা যাদের কাছে যায় তাদের আগে সাইজ করা দরকার।
204232
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৫:২০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File