চাকরির ইন্টারভিউ

লিখেছেন লিখেছেন মদীনার আলো ৩০ মার্চ, ২০১৪, ০২:৫৭:১৫ দুপুর

চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক তরুণ।

শুরু হলো প্রশ্নোত্তর পর্ব—

প্র.: কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু

ফাটবে না—

কীভাবে করবেন এটা?

উ.: কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত,ফাটার

কোনো আশঙ্কাই

নেই!

প্র.: একটা দেয়াল বানাতে আটজন মানুষের

যদি ১০ ঘণ্টা লাগে, চারজন মানুষের কত সময়

লাগবে?

উ.: কোনো সময়ই লাগবে না,

কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে!

প্র.: আপনার এক হাতে যদি তিনটি আপেল ও

চারটি কমলা থাকে, আর

আরেকটি হাতে থাকে চারটি আপেল ও

তিনটি কমলা;

তাহলে কী পেলেন আপনি?

উ.: বিশাল বড় হাত।

প্র.: একজন মানুষ কী করে আট দিন

না ঘুমিয়ে থাকতে পারে?

উ.: কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে!

প্র.: নীল সাগরে যদি একটা লাল

পাথর ছুড়ে মারেন, কী হবে?

উ.: যা হওয়ার তা-ই,

পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুপ

করে।

প্র.: কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক

আপেলের মতো?

উ.: আপেলের বাকি অর্ধেকটি।

প্র.: ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই

খেতে পারেন না আপনি?

উ.: ডিনার।

পয়লা ধাক্কায় বেশ ভালোভাবেই গেল তরুণ।

শুরু হলো দ্বিতীয় পর্ব।

প্রশ্নকর্তা বললেন,‘আপনাকে আমি ১০টি পানির

মতো সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা প্রশ্ন

করব লোহার মতো কঠিন।

উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন,

কোন অপশন বেছে নেবেন আপনি।

তরুণ কিছুক্ষণ ভাবনার চৌবাচ্চায় সাঁতার

কাটল। তারপর বলল, ‘কঠিন প্রশ্নের উত্তরটাই

দিতে চাই।’প্রশ্নকর্তা হেসে বললেন, ‘ভালো,

শুভকামনা আপনার জন্য।আপনি আপনার

সিদ্ধান্ত নিয়েছেন।

এবার বলুন,

কোনটা প্রথমে আসে—দিন

না রাত??’

তরুণের বুকে ঢাকের বাড়ি।

কালঘাম ছুটে যাচ্ছে তার।

এই প্রশ্নের উত্তরেই

ঝুলে আছে তার চাকরিটা।

এবার ভাবনার সাগরে ডুব

দিল সে।

উত্তরে বলল, ‘দিন প্রথমে আসে, স্যার!’

‘কীভাবে?’ প্রশ্নকর্তার

প্রশ্ন।

‘দুঃখিত, স্যার,

আপনি ওয়াদা করেছিলেন,

দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন

করবেন না আমাকে!’

চাকরি পাকা হয়ে গেল

তরুণের।

সংগৃহিত

বিষয়: বিবিধ

১৩২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200334
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
রাইয়ান লিখেছেন : দারুন লাগলো ..... Applause
200447
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক আইএসএসবি ইন্টারভিউতে এক জনকে প্রশ্ন করা হলো তুমি কি স্মোক কর। উত্তর দিল সে কই স্যার আমি তো ধোঁয়া ছাড়ছিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File