বৃদ্ধাশ্রম ও আমাদের শিক্ষা

লিখেছেন লিখেছেন মদীনার আলো ১৩ মার্চ, ২০১৪, ০৪:০৮:০৪ বিকাল

সেদিন পুরনো সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার ফাকে আমাদের প্রিয় শাকির ভাইয়ের একটা ঘটনা শুনে বিবেকটা নাড়া দিয়ে উঠল। তার বলা সেই গল্প অথচ বাস্তব ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি।

জ্যামে পড়ে রিক্সায়

বসে আছেন শাকির ভাই। পাশের টেক্সিতে দেখলেন টাই কোর্ট

পড়া এক শিক্ষিত লোক বসে আছে!

হাতে দামি মোবাইল।হঠাৎ দেখলেন তার

দামি ফোনে একটা কল আসল..

- হ্যালো

______

- হ্যাঁ ঠিক

আছে তুমি মা'কে বৃদ্ধাশ্রমে দিয়ে আস !

______

_ ফিরে ফোন দিও ।

বাই.......

শুনে শাকির ভাইয়ের যা মনে হল পোষাকধারী ঐ ভদ্রলোক তার স্ত্রীর সাথে আলাপ করছিলেন এবং মাকে বিদ্ধাশ্রমে পাঠানোর ইন্তেজাম করলেন।

জ্যাম ছুটল।

কিছুক্ষন পর

উনার রিক্সাওয়ালার

কাছে ফোন কল আসল....

মনে মনে বললেন আসলেই দেশটা ডিজিটাল হয়ে যাচ্ছে।

রিক্সাওয়ালা ফোন ধরে - হ্যালো

- কি ?

আমি এখুনি আসতাছি...

_____

-

তুমি তাড়াতাড়ি মায়েরে নিয়া হাসপাতালে যাও,আর

আমার

বাক্সে যা টেকা আছে লইয়া যাইও

তারপর বুলবুলকে বলল,

-->সাহেব দয়া করে

নাইম্যা যান আমার

মায়ের

অবস্থা খারাপ.....

তারে হাসপাতালে নিতে হবে।

রিক্সাওয়ার মাতৃভক্তিদেখে আবেগ নাড়া দিয়ে উঠল। উনি রিক্সাওয়ালাকে ভাড়া বাবদ ১০০টাকা দিয়ে দিলেন।

দেখলেন রিক্সাওয়ালা ভাই জোরে জোরে প্যাডেল মেরে চলে যাচ্ছেন।

ঘটনাটি বোধহয় তার কাছে এখানেই শেষ আর রিক্সাওয়ালার কাছে সবে শুরু হয়েছে।

>>>

মন্তব্যঃ বর্তমানে 'মায়ের' মায়ার

বাঁধন আধুনিকতার

কাছে হার মানছে ।

কথিত শিক্ষিতদের তুলনায়

নিগ্রিহিত অশিক্ষিতদের

নৈতিকশিক্ষা অনেক

ভাল। তাদের

ভালবাসাতে কোন

ত্রুটি নেই ।

শুধু প্রাতিষ্টানিক জ্ঞান

থাকলেই শিক্ষিত হয়

না যদি নৈতিক

শিক্ষাই না থাকে

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191723
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
191736
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকলেই শিক্ষিত হয় না যদি নৈতিক
শিক্ষাই না থাকে

আহ! হোয়াট এ কমেন্ট। চমৎকার
191749
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৬
সজল আহমেদ লিখেছেন : ভাল লিখেছেন ধন্যবাদ।
192355
১৫ মার্চ ২০১৪ রাত ০১:৫৪
বুঝিনা লিখেছেন : শুধু প্রাতিষ্টানিক জ্ঞান থাকলেই শিক্ষিত হয়

না, যদি নৈতিক শিক্ষাই না থাকে Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File