খলিফা ওমর (রাHappy ও এক যুবক

লিখেছেন লিখেছেন মদীনার আলো ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২৫:১৫ বিকাল

একদা হযরত ওমর ফারুক (রাHappy মদীনার কোন এক গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তাঁর দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নীচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর (রাHappy তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক! তুমি তোমার বস্ত্রের নীচে কি ঢেকে রেখেছ?

বোতলটি মদ ভর্তি ছিল; সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত: করছিল; কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়-ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল:

হে মাবুদ! আমাকে তুমি খলিফা ওমর (রাHappy এর সামনে লজ্জিত করো না।তাঁর কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখ। আমি তোমার নিকট খাঁটি তওবাহ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, জীবনে আর কোনদিনই আমি মদ স্পর্শ করবো না।

এরুপ তওবাহ করার পরক্ষণেই যুবক হযরত ওমর (রাHappy এর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা! আমার কাছে এটি একটি সিরকার বোতল; কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন।

তাঁর ইচ্ছানুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হল।দেখা গেল যে, বোতলটি মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে।

কেউ এভাবে ভীত ওখালেছ মনে কোন লজ্জাজনক ও পাপকাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তাওবাহ করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদির পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুণ্ন রাখেন।

(মুকাশাফাতুল ক্বুলুব) সংগৃহিত

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183321
২৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
135546
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
183325
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
নীল জোছনা লিখেছেন : সত্যি অপূর্ব। খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তা কবুল করে নেন।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
135547
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
183341
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
135548
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
183429
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
সিকদারর লিখেছেন : আল্-হাম্-দুলিল্লাহ ! জাজাকাল্লাহু খায়রান।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
135549
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
183514
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৪
135889
মদীনার আলো লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
184041
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫২
মুমতাহিনা তাজরি লিখেছেন : যাজাকাল্লাহ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
136210
মদীনার আলো লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File