মানুষকে ‘মাওলানা’ বলা যাবে কি ?

লিখেছেন লিখেছেন মদীনার আলো ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৩৩ বিকাল

‘মাওলা’ শব্দের অর্থ হচ্ছেঃ প্রভু, মনিব, বন্ধু, সাহায্যকারী, অভিভাবক, মিত্র, আযাদকৃত দাস ইত্যাদি। ইমাম নভুভী (রহিমাহুল্লাহ) বলেন, এই শব্দের ১৬টি অর্থ আছে। এই কারণে শব্দটি সালাফে সালেহীনের মধ্যে ব্যবহারের প্রচলন ছিল। যেমন দাসগণ তাদের মনিবদের উদ্দেশ্যে ‘মাওলা’ শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সা. এক হাদীছে দাসকে নিষেধ করেছেন মনিবকে ‘মাওলায়া’ বা আমার প্রভূ বলতে। আবার আরেক রেয়াওয়াতে অনুমতি দিয়েছেন যে দাস তার মনিবকে বলবে ‘সাইয়্যেদী ও মাওলায়া’। (উভয় বর্ণনা সহীহ মুসলিমে আছে)

এখানে ‘মাওলা’ শব্দের শেষে ‘ইয়া’ সর্বনাম যোগ করলে একবচন বক্তা বুঝায়, আর ‘না’ সর্বনাম যোগ করলে বহুবচন বক্তা বুঝায়।

এখন হাদীছে এক বর্ণনায় নিষেধ আরেক বর্ণনায় অনুমতির তাৎপর্য কি?

এ সম্পর্কে উলামাগণ বলেছেন, যদি ‘মাওলা’ শব্দ দ্বারা রুবুবিয়্যাতের অর্থ গ্রহণ করা হয় এবং তাকে সর্বময় ক্ষমতার অধিকারী উদ্দেশ্য করা হয়, তবে তা নিষেধ। কিন্তু যদি সাধারণভাবে দায়িত্বশীল বা অভিভাবক বা অন্য কোন অর্থ উদ্দেশ্য করা হয় তবে ব্যবহার করা নিষেধ নয়।

কেউ বলেছেন, দ্বিতীয় বর্ণনা দ্বারা এটি ব্যবহার জায়েয হওয়ার প্রমাণ দেয়া হয়েছে। আর প্রথম বর্ণনাটি দ্বারা আদব রক্ষার্থে ব্যবহার না করতে উদ্বুদ্ধ করা হয়েছে। অর্থাৎ ব্যবহার করা মাকরূহ।

• এই জন্যে শাইখ বিন বায (রহ.) বলেছেন, যদিও শব্দটির ব্যবহার নাজায়েয নয় তবে তা যত্রতত্র ব্যবহার না করাকেই উত্তম।

• শাইখ আবদুল মুহসেন আব্বাদ (হাফিজাহুল্লাহ) শব্দটি ব্যবহারে তাওহীদের ক্ষেত্রে কোন সমস্যা না থাকলেও যার তার ক্ষেত্রে ব্যবহার করা ঠিক না।

আবু রাফে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আযাদকৃত দাস ছিলেন, তিনি তার বিভিন্ন খাতে খরচের জন্যে অর্থ দিতেন। একবার তিনি তাকে বলেছেন, “তোমাকে যা আমি দেই তাতে যদি তোমার যথেষ্ট হয়ে যায়, তবে মানুষের ময়লা (সাদকা-যাকাত) চাইবে না। কেননা ওটা আমাদের জন্যে হারাম। আর কোন কওমের আযাদকৃত দাস তাদেরই অন্তর্ভুক্ত। তিনি বললেন, ‘আনতা মাওলানা ওয়া মিন্না’ তুমি আমাদের আযাদকৃত দাস, তুমি আমাদেরই অন্তর্ভুক্ত।” (আবু দাউদ)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

“আমি যার মাওলা, আলী (রা.)ও তার মাওলা।” (আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ)

• এর অর্থ সম্পর্কে মুবারকপুরী তোহফাতুল আহওয়াযীতে বলেছেন, আমি যার সাথে বন্ধুত্ব রাখি আলীও তার সাথে বন্ধুত্ব রাখে। (শত্রুতার বিপরীত)।

• কেউ বলেছেন, তার অর্থ হচ্ছে, আমি যাকে ভালবাসি আলীও তাকে ভালবাসে।

• কেউ বলেছেন, যে আমাদের সাথে সম্পর্ক রাখবে আলীও তার সাথে সম্পর্কে রাখবে।

আল্লাহ বলেন:

“তোমাদের ওলী (বন্ধু) তো কেবল আল্লাহ, তাঁর রাসূল এবং মুমিনগণ।” [মায়েদাঃ ৫৫]

কুরআনে আল্লাহ তায়ালা বলেন:

أَنْتَ مَوْلانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

“আপনি আমাদের মাওলা (সাহায্যকারী ও বন্ধু) এত:এব আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর সাহায্য করুন।” (সূরা বাকারা: ২৮৬)

এই আয়াতে মওলানা অর্থ: বন্ধু ও সাহায্যকারী অর্থাৎ আপনি আমাদের বন্ধু ও সাহায্যকারী। আমরা আপনার উপরই ভরসা করছি, আপনার নিকটই সাহায্য প্রার্থনা করছি..। (তাফসীর ইবনে তাসীর)

মোটকথা, শরীয়তের দৃষ্টিভঙ্গী অনুযায়ী ‘মাওলানা’ শব্দটি কখনো আল্লাহর জন্য ব্যবহৃত হয় আবার কখনো রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ক্ষেত্রে এবং কখনো কখনো সম্মানিত বিদ্বান ও ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহার করতে কোন বাধা নেই। ইনশা আল্লাহ।

তবে কোন ব্যক্তি নিজের পরিচয় দিতে গিয়ে যদি মাওলানা শব্দ ব্যবহার করে তবে নি:সন্দেহে তা হাস্যকর হবে। কারণ, অর্থগতভাবে তা গ্রহণযোগ্য নয় কারণ, মাওলানা অর্থ: (আপনি আমাদের অবিভাবক ও বন্ধু) । তবে অন্য মানুষ যদি মাওলানা বলে সম্বোধন করে তাতে কোন বাঁধা নাই ইনশাআল্লাহ। আল্লাহই সব চেয়ে ভাল জানেন।

লেখক: শাইখ আব্দুল্লাহ আল কাফী মাদানী | সম্পাদনায়: উস্তাদ আব্দুল্লাহিল হাদী মাদানী

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178523
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তবে অন্য মানুষ যদি মাওলানা বলে সম্বোধন করে তাতে কোন বাঁধা নাই ইনশাআল্লাহ। আল্লাহই সব চেয়ে ভাল জানেন। ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
134046
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
178528
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
বেআক্কেল লিখেছেন : তাহলে আপনি বলতে চাচ্ছেন পবিত্র দরবার শরীফে (মাইজভাণ্ডার শরীফে) যে জিকির আজকার চলে তাও ভুল।

যেমন:
মাওলানা মাওলানা মাওলানারে,
নূরের পুতলা বাবা মাওলানারে,
এই দুনিয়ায় দিতে নাইরে তুলনা,
নূরের পুতলা বাবা মাওলানা।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
134052
মদীনার আলো লিখেছেন : আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করুন
178566
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২১
নূর আল আমিন লিখেছেন : সব যায়গায় মাওলা সম্বোধন ঠিক নয়
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
134053
মদীনার আলো লিখেছেন : কোন যায়গায় মাওলা সম্বোধন ঠিক নয়
178573
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪১
শিকারিমন লিখেছেন : মনের ভিতর সন্দেহ ডুকিয়ে দিলেন ...।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
134050
মদীনার আলো লিখেছেন : কি সন্দেহ
178649
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
গোলাম মাওলা লিখেছেন : oi koi ki ...... Maulana sir , golam maula , Maulana sab, etc dakte no problem
178651
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৮
গোলাম মাওলা লিখেছেন : oi Maulana sab ke kheye[eat] kore jete bol ..... Amon kotha hor domt boli amra
178665
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : জেনে ভালো লাগলো , অনেক ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
134049
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
181126
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৭
অপ্রিয় সত্য কথা লিখেছেন : শুকরিয়া,বিশ্লেষন মূলক আলোচনা শেয়ার করার জন্য।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
134048
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File