রাস্তার ভিক্ষুকদের জাকাত দেবেন না : সৌদি গ্রান্ড মুফতি
লিখেছেন লিখেছেন মদীনার আলো ০৬ আগস্ট, ২০১৩, ০৭:৫৯:০৬ সন্ধ্যা
সৌদি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ রাস্তার ভিক্ষুকদের জাকাত না দিয়ে আর্থিকভাবে দুর্বল ও অস্বচ্ছ্বলদের মাঝে দিতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন মসজিদের ইমামদের এক সমাবেশে দেয়া বক্তব্যে গ্রান্ড মুফতি এ আহ্বান জানান।
গ্রান্ড মুফতি আরো বলেন, দুর্বল ও অস্বচ্ছ্বলদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও স্বচ্ছল করে তোলার নিমিত্ত মহানবী হযরত মুহাম্মদ(স জাকাত ব্যবস্থার প্রবর্তন করেছেন। তিনি বলেন, ফিতরা যেমন চাল, গম, যব, ভুট্টা ও খেজুর দিয়ে নির্দ্দিষ্ট পরিমাণে গরীবদের মাঝে বিতরণ করতে হয় জাকাত তা থেকে ভিন্ন। ধনীদের উদ্বৃত্ত সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণের অর্থ অস্বচ্ছলদের মাঝে বিতরণ করা না হলে সেই সম্পদ পবিত্র হয় না । এ কারণে জাকাত ধনীদের পাপ থেকে মুক্তি দেয়। সেই সাথে জাকাত ব্যবস্থা অভাবীদের স্বাবলম্বী ও স্বচ্ছল করে গড়ে তুলতে বিশেষভাবে সহায়তা করে।
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন