সাদা চুল কালো চুল
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৪ অক্টোবর, ২০১৫, ০৪:০৫:৩৬ বিকাল
সাদা চুল কালো চুল
১৯৯৪ সালে আমার মাথায় প্রথম সাদা চুলের অস্তিত্ব আবিষ্কার করি। জন্মের মাত্র ২ দশক না পেরুতেই মাথায় সাদা চুলের উপস্থিতিকে তখন নিতান্তই দুর্ঘটনা হিসেবে নিয়ে চুলটিকে কাগজে মুড়িয়ে ব্যক্তিগত জাদুঘরে সযতেœ সংরক্ষণ করে আসছি। কয়েক বছর আগে থেকে মাথায় আরো কিছু সাদা চুলের সন্ধান পাই যা অন্যেরও নজরে আসে। প্রথম প্রথম বয়স কমিয়ে বার্ধক্যে পা না রাখার ব্যর্থ চেষ্টায় স্বল্পসংখ্যক সাদা চুলকে সহজেই শাসন করতে পারতাম। আমার একমাত্র ভাইরার ছেলে সামিনকে এ কাজে ব্যবহার করেছি বেশি। তার হাতে একটি ছোট্ট শন্ দিয়ে বলতাম প্রতি ১টি সাদা চুল তোলার জন্য ১টাকা গিফ্ট পাবে। ৬/৭টি তোলার পর দেখা যেত অনেক খোঁজাখুঁজি করেও আর পাচ্ছে না। কখনো কখনো তার মাথা বানিয়ে দেয়ার বিপরীতে সে এ কাজ করত। ও খুব মজা পেত। কিছুদিন পর রেট কমিয়ে দিয়ে করা হলো প্রতি ৫টি তোলার জন্য ১ টাকা, কারণ তখন এদিক সেদিক অনেক সাদা চুল দেখা যেতে লাগল।
সাদা চুলের সংখ্যা এখন প্রচুর বেড়েছে। ইদানীং সে শাসব্যবস্থাও ভেঙে পড়েছে। মাথার সাদা চুল এখন আমাকে শাসন করে। তাদের প্রবৃদ্ধির হার যা লক্ষ্য করছি তাতে ধারণা করা যায় আগামী কয়েক বছরেই মাথার অসহায় কালো চুলগুলো সংখ্যালঘূতে পরিণত হবে। সরাসরি সাদা চুলের দর্শন কিছুটা প্রশমিত করতে এখন মাথায় মেহেদী মাখি- তাতেও কি বয়স কমানো বা লুকানো সম্ভব ? কথায় আছে যে, টাক এবং টাকা এ দুটো জিনিস মানুষ সব সময় ঢেকে রাখার চেষ্টা করে। এখন দেখছি না- সাদা চুলও মানুষ লুকানো বা অন্যের দৃষ্টি এড়ানোর চেষ্টা করে।
বুঝতে পারছি সাদা চুল আর কিছুই না সৃষ্টিকর্তার পক্ষ থেকে (যার কাছে আমাদের সবাইকে অনিবার্যভাবে প্রত্যাবর্তন করতে হবে) একটি গুরুত্বপূর্ণ চিঠি। মাথার চিকচিকে সাদা চুলগুলো বার্তা দিচ্ছে, ‘তোমার উদাত্ত যৌবনের দিনগুলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে, তুমি বার্ধক্যের বারান্দায় পা রাখতে চলেছ, মধ্য দুপুরের তেজোদীপ্ত সে কিরণমালা তুমি কি এখন ছড়াতে পার ? তোমার জীবনের অপরাহ্ন ঘনিয়ে এসেছে।’
সত্যিই তো, আমি এখন অস্তপারের যাত্রী! সারা জীবন দাবী করেছি- জীবনযুদ্ধের আমি এক অক্লান্ত সৈনিক। কিন্তু ক্লান্ত হই বা না হই জীবনের সূর্য অস্তমিত হবেই। ভীতিচিন্তা এখন শুধুই আমাকে গ্রাস করছে- জীবনের অক্লান্ত ও অনিবার্য অবসানের পরের সময়ের জন্য আমার সঞ্চয় আসলে কতটুকু ?
১৯৯৪ সালে আমার মাথায় প্রথম সাদা চুলের অস্তিত্ব আবিষ্কার করি। জন্মের মাত্র ২ দশক না পেরুতেই মাথায় সাদা চুলের উপস্থিতিকে তখন নিতান্তই দুর্ঘটনা হিসেবে নিয়ে চুলটিকে কাগজে মুড়িয়ে ব্যক্তিগত জাদুঘরে সযতেœ সংরক্ষণ করে আসছি। কয়েক বছর আগে থেকে মাথায় আরো কিছু সাদা চুলের সন্ধান পাই যা অন্যেরও নজরে আসে। প্রথম প্রথম বয়স কমিয়ে বার্ধক্যে পা না রাখার ব্যর্থ চেষ্টায় স্বল্পসংখ্যক সাদা চুলকে সহজেই শাসন করতে পারতাম। আমার একমাত্র ভাইরার ছেলে সামিনকে এ কাজে ব্যবহার করেছি বেশি। তার হাতে একটি ছোট্ট শন্ দিয়ে বলতাম প্রতি ১টি সাদা চুল তোলার জন্য ১টাকা গিফ্ট পাবে। ৬/৭টি তোলার পর দেখা যেত অনেক খোঁজাখুঁজি করেও আর পাচ্ছে না। কখনো কখনো তার মাথা বানিয়ে দেয়ার বিপরীতে সে এ কাজ করত। ও খুব মজা পেত। কিছুদিন পর রেট কমিয়ে দিয়ে করা হলো প্রতি ৫টি তোলার জন্য ১ টাকা, কারণ তখন এদিক সেদিক অনেক সাদা চুল দেখা যেতে লাগল।
সাদা চুলের সংখ্যা এখন প্রচুর বেড়েছে। ইদানীং সে শাসব্যবস্থাও ভেঙে পড়েছে। মাথার সাদা চুল এখন আমাকে শাসন করে। তাদের প্রবৃদ্ধির হার যা লক্ষ্য করছি তাতে ধারণা করা যায় আগামী কয়েক বছরেই মাথার অসহায় কালো চুলগুলো সংখ্যালঘূতে পরিণত হবে। সরাসরি সাদা চুলের দর্শন কিছুটা প্রশমিত করতে এখন মাথায় মেহেদী মাখি- তাতেও কি বয়স কমানো বা লুকানো সম্ভব ? কথায় আছে যে, টাক এবং টাকা এ দুটো জিনিস মানুষ সব সময় ঢেকে রাখার চেষ্টা করে। এখন দেখছি না- সাদা চুলও মানুষ লুকানো বা অন্যের দৃষ্টি এড়ানোর চেষ্টা করে।
বুঝতে পারছি সাদা চুল আর কিছুই না সৃষ্টিকর্তার পক্ষ থেকে (যার কাছে আমাদের সবাইকে অনিবার্যভাবে প্রত্যাবর্তন করতে হবে) একটি গুরুত্বপূর্ণ চিঠি। মাথার চিকচিকে সাদা চুলগুলো বার্তা দিচ্ছে, ‘তোমার উদাত্ত যৌবনের দিনগুলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে, তুমি বার্ধক্যের বারান্দায় পা রাখতে চলেছ, মধ্য দুপুরের তেজোদীপ্ত সে কিরণমালা তুমি কি এখন ছড়াতে পার ? তোমার জীবনের অপরাহ্ন ঘনিয়ে এসেছে।’
সত্যিই তো, আমি এখন অস্তপারের যাত্রী! সারা জীবন দাবী করেছি- জীবনযুদ্ধের আমি এক অক্লান্ত সৈনিক। কিন্তু ক্লান্ত হই বা না হই জীবনের সূর্য অস্তমিত হবেই। ভীতিচিন্তা এখন শুধুই আমাকে গ্রাস করছে- জীবনের অক্লান্ত ও অনিবার্য অবসানের পরের সময়ের জন্য আমার সঞ্চয় আসলে কতটুকু ?
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার পীরসাহেব সত্য বলেন।
মন্তব্য করতে লগইন করুন