শিশুর হাসি-সবার খুশি
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১৪ মে, ২০১৫, ০৯:৪৩:০৯ সকাল
শিশুর হাসি মা-বাবা নির্বিশেষে সবাইকে অনেক ভালো লাগা উপহার দেয়। আমরা সব সময় চেষ্টা করি যেন শিশুর মুখের হাসি কখনো বিলুপ্ত না হয়। মন ভরে যাওয়া সে সব শিশুর হাসির ছবি সংগ্রহ করতে কেন যেন আমি উতালা হয়ে উঠেছি। আমার প্রিয় সুহৃদ বন্ধুদের বাচ্চাদের সেরা হাসির অন্তত ২/৩টি ছবি উপহার দেয়ার জন্য আকুল আবেদন করছি। ছবিগুলো আমি সংরক্ষণ করব। একই সাথে ‘শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা’ বিষয়ক যে গবেষণাটি আমি চালিয়ে যাচ্ছি সে পেপারে প্রয়োজনে কোন ছবি ব্যবহারের অনুমতিও নিয়ে নিচ্ছি।
বিষয়: বিবিধ
৩৪৫২ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিটা সাইওয়ারাকে আমার পক্ষ থেকে উপহার
দুয়া করেন।
শিশু বিষয়ক হাসি খুশি পোস্টটি এবং দারুন নয়ন জুড়ানো শিশুদের দেখে খুব ভালো লাগলো!
শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন