তুই আমারে চেনোছ ?

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৫ এপ্রিল, ২০১৫, ০৮:৩০:০৩ সকাল

ভদ্রলোকের বয়স ৬০ থেকে ৬৫এর মধ্যে হবে বলে ধারণা করা যায়। মাথার চুল প্রায় সব সাদা বর্ণের রূপ নিয়েছে। চেহারা সুস্পষ্ট এই বার্তা প্রকাশ করছে যে, তিনি ভালো মানের কোন সরকারি/বেসরকারি কর্মকর্তা ছিলেন, বর্তমানে অবসর জীবন যাপন করছেন।

কয়েকদিন আগে অফিস টাইমে ফার্মগেট এলাকার ঘটনা। ভদ্রলোক কোন্ স্টপেজ থেকে বাসে উঠেছেন তা না দেখলেও তার হাতে বাজারের ২টি মাঝারি সাইজের ব্যাগ যার একটির মধ্যে এক আঁটি কচুর লতিও রয়েছে দেখে অনুমান করা যায় তিনি কারওয়ান বাজার থেকে বাসে উঠে থাকতে পারেন। বলে রাখা ভালো যে, আমিও ছিলাম ঐ পাবলিক বাসের একজন যাত্রী।

ফার্মগেট এলাকায় লোকটির নামার সময় বাসের গেটে দায়িত্বরত ব্যক্তির সাথে অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য বচসা লক্ষ্য করলে সেদিকে অনেকের মতো আমারও দৃষ্টি আকৃষ্ট হয়। ভদ্রলোক গাড়ি থেকে নেমে হাঁটছেন, কিন্তু যানজটের কারণে গাড়ি ধীরে ধীরে চলাতে লোকটির সাথে একই তালে বাসের গেটম্যানেরও কথা কাটাকাটি চলছে। একটুখানি কথা কাটাকাটির পরই ভদ্রলোক হেলপারকে লক্ষ্য করে প্রশ্ন ছুঁড়লেন, ‘তুই আমারে চেনোছ ?’ যেহেতু ঘটনার দৃশ্যপট কিংবা বিবৃতি তুলে ধরা আমার এ লেখার উদ্দেশ্য নয় সেহেতু ভদ্রলোকের ঐ প্রশ্নের উত্তরে হেলপার কী জবাব দিয়েছিল তা উল্লেখ করা থেকে বিরত থাকছি। তবে সম্মানিত পাঠকবৃন্দ নিশ্চয়ই অনুমান করতে পারছেন জবাবটা মোটেও সম্মানজনক ছিল না।

‘তুই আমারে চেনোছ ?’- এ ধরনের অর্থহীন জিজ্ঞাসা মহানগরীতে প্রায়ই শোনা যায়। এ সব ক্ষেত্রে প্রেক্ষাপট যাই থাক প্রশ্ন ছুঁড়ে দেয়া ভদ্রলোক নিজেই নিজের অসম্মান করে থাকেন নিঃসন্দেহে বলতে পারি। কিছু সময়ের জন্য বাসে চড়ে যাত্রী মর্যাদা ধারণ করার ক্ষেত্রে আমার আর অন্য পরিচয় কি বাসের হেলপারের কাছে কোন গুরুত্ব বহন করে ? আমি উঁচু বংশের কিংবা বিশাল ক্ষমতাধর কোন ব্যক্তি যেই হইনা কেন যাত্রী পরিচয়ের বাইরে আমার সেসব পরিচয় জানা হেলপারের জন্য কি খুব জরুরি ? অথচ অযাচিত পরিচয় প্রতিষ্ঠিত করার জন্য আত্মম্ভরিতা মিশিয়ে কথা বলতে গিয়ে অবশেষে আমরা এমন কিছু ব্যবহার পেয়ে থাকি যা ভয়ঙ্কর মাত্রায় ব্যক্তিমর্যাদা হানিকর। আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি মাত্রই অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারটি থেকে দূরে থাকলেই বোধ করি কল্যাণ হবে।

খিলগাঁও, ঢাকা

২৭ মার্চ, ২০১৫

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312995
০৫ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জীবনঘনিষ্ঠ ব্যাপার। এমন কথা সবসময়ই শোনা যায় সুন্দর লিখেছেন।
০৫ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২০
254001
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবেন।
313038
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০২
দ্য স্লেভ লিখেছেন : অযাচিত পরিচয় প্রতিষ্ঠিত করার জন্য আত্মম্ভরিতা মিশিয়ে কথা বলতে গিয়ে অবশেষে আমরা এমন কিছু ব্যবহার পেয়ে থাকি যা ভয়ঙ্কর মাত্রায় ব্যক্তিমর্যাদা হানিকর। আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি মাত্রই অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারটি থেকে দূরে থাকলেই বোধ করি কল্যাণ হবে।

খুবই যুক্তিযুক্ত কথা।
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫১
254054
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
313063
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, জাযাকাল্লাহ..
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫২
254081
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ন্তব্যের জন্য ধন্যবাদ।
313144
০৫ এপ্রিল ২০১৫ রাত ১০:২৪
হতভাগা লিখেছেন : বয়ষ্ক লোক বলে কিছু করতে পারে নি , হেলপারের নোংরা কথা শুনতে হয়েছে । এটা যদি ছাত্রলীগের কোন পোলাপান হত তাহলে হেলপার ''মামা'' ''মামা'' বলে মুখে ফেনা তুলে ফেলতো বোনাস হিসেবে মাইর তো ছিলই ।
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৯
254213
ডক্টর সালেহ মতীন লিখেছেন : জী ভাইজান আপনার কথা একদম ঠিক। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
313838
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪১
সত্য নির্বাক কেন লিখেছেন : সু পরামর্শ...
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৪
255225
ডক্টর সালেহ মতীন লিখেছেন : জী ভাইজান, মন্তব্যের জন্য আপনাকে অনেক দন্যবাদ।
313912
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪১
egypt12 লিখেছেন : ভাই আপনি আমাকে চেনেন? নাকি ভুলে গেছেন Big Grin
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৫
255226
ডক্টর সালেহ মতীন লিখেছেন : জী ভাই, খুব ভালোভাবেই চিনি। অনেক দিন কথা হয়নি। কেমন আছেন ?
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪২
255506
egypt12 লিখেছেন : ভালো আছি Love Struck
322606
২৬ মে ২০১৫ দুপুর ১২:০১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তুই আমারে চিনোস?, থাপ্পর মেরে বত্রিশটা দাত ফালাইয়া দিমু!, ঐ রিকসা! যাইবা নাকি? ইত্যকার হাজারো গায়ে পড়ে গ্যাঞ্জাম লাগাইন্যা বোলচালের কারণে প্রকৃতপক্ষে নিজে কত্তো হালকা মানুষ তার পরিচয়টাই তুলে ধরে। আর এ জাতীয় স্বভাবের বনি আদমরা যত্রতত্র গ্যাঞ্জাম লাগানোর কারণে তাদের ব্যক্তি জীবনে তুলনামূলকভাবে স্বাভাবিক মানবীয় গুনাবলী সম্পন্ন জীবন যাপনের চেয়েও অস্বাভাবিক ও অমানবিক জীবন যাপনের রেশিও অবশ্যই বেশী।
২৬ মে ২০১৫ দুপুর ১২:২৫
263748
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুপ্রিয় খান ভাই, অাপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File