সমুদ্রের সিঁড়ি বেয়ে

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৪ জুন, ২০১৪, ১২:২২:২১ দুপুর

তুমি হাতড়ে মরছ, অনন্ত সুখ সন্ধানে

সায়াহ্ন বেলা তাই অজান্তে

কখন পার হয়ে যায়-

আসে রহস্যঘন মায়াবী প্রহর।

বিমর্ষ আত্মার প্রতিধ্বনি অন্তরীক্ষে পৌঁছে।

অনিঃশেষ প্রেমের নিরন্তর আবেদনে,

নত হয় শ্বাশ্বত বাস্তবতার পদাশ্রয়ে,

কিছু বলা, কিছু না বলা বেদনার্ত ভাষাগুলো

গহীন সমুদ্রে হারিয়ে মরে,

তখন তুমি শুধুই খুঁজে ফের

কারো ভালোবাসার বিদগ্ধ ভাণ্ডার।

অথচ তুমি পার না দু’টি হাত উর্দ্ধে বাড়িয়ে

অনন্ত আকাশের কাছে প্রশ্ন করতে,

পার না নিয়তির কাছে জবাব চাইতে!

ধূলি ধূসরিত কোন কূয়াসা সন্ধ্যায়

পথ হারিয়ে ফেলা তোমার সকরুণ পরিণতি

সত্যাশ্রয়ের আর অকপটতার পবিত্র দ্বীপ শিখা,

করে যায় যায় বেসুমার অপলাপ

কিংবা অনন্তভেদী আর্তনাদ।

তোমার তো বাঁচবার সাধ ছিল,

জাগবার বাসনা ছিল!

তবে কেন তলিয়ে গেলে অতল গহ্বরে ?

জাগ্রত আত্মার স্কন্ধে ভর করে

তুমি উঠে এসো-

উঠে এসা তুমি সমুদ্রের সিঁড়ি বেয়ে

লেখ তুমি সেই শ্বাশ্বত ভালোবাসার শ্লোগান

যুগ সন্ধিক্ষণের দেয়ালে দেয়ালে।

ঝিনাইদহ

২০/০৪/১৯৯৬

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230427
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৩২
মুর্শিদউল আলম লিখেছেন : ভালো লাগলো
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
177244
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ অামার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য।
230428
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৩২
নোমান২৯ লিখেছেন :









লেখ তুমি সেই শ্বাশ্বত ভালোবাসার শ্লোগান

যুগ সন্ধিক্ষণের দেয়ালে দেয়ালে।
_____________
খুব ভাল লেগেছে ।ধন্যবাদ ভাইয়া ।
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৫
177245
ডক্টর সালেহ মতীন লিখেছেন : নোমান ভাই, নিয়মিত আপনাকে পেয়ে উৎসাহিত বোধ করছি। ধন্যবাদ অাপনাকে, ভালো থাকবেন।
230438
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
প্রবাসী আশরাফ লিখেছেন : কবিতায় শব্দবুনন অত্যন্ত যত্নসহকারে করা হয়েছে বলে আকাঙ্খা প্রতিফলন আবেগীয় হয়ে ফুটে উঠেছে।

ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
177247
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আশরাফ ভাই,কষ্ট করে আমার ব্লগ কুটিরে বেড়াতে এসে কিছু কথা রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমন্ত্রণ রইল সতত ।
230457
০৪ জুন ২০১৪ দুপুর ০১:০২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ১৮বছর আগের লেখা কবিতা । মাশাআল্লাহ । খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে । Rose
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৯
177248
ডক্টর সালেহ মতীন লিখেছেন : প্রিয় বাহার ভাই, কাব্য চেতনায় মনে হচ্ছিল কিছুটা ধূলি পড়েছিল, তাই অামার ধূসরিত কাব্য অতীতকে কিছুটা ক্লিন করে নিচ্ছি। লক্ষ্য একটাই, যদি এতে কেউ জাগরণের একটু মন্ত্রে দীপ্ত হয়। ধন্যবাদ বাহার ভাই।
230483
০৪ জুন ২০১৪ দুপুর ০২:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : বরাবরের মতই সুন্দর, ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
177249
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুন্দরের স্বীকৃতির জন্য অনেক সাধুবাদ। এ স্বীকৃতি যেন ব্যয়িত হয় জাতি-উম্মাহর গঠনে কিংবা জাগরণে। সে দোয়া চাই। আমার ব্লগ কুটিরে সতত আমন্ত্রণ রইল।
230535
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:১০
প্রবাসী মজুমদার লিখেছেন : তবে কেন তলিয়ে গেলে অতল গহ্বরে ?
জাগ্রত আত্মার স্কন্ধে ভর করে
তুমি উঠে এসো-
উঠে এসা তুমি সমুদ্রের সিঁড়ি বেয়ে
লেখ তুমি সেই শ্বাশ্বত ভালোবাসার শ্লোগান
যুগ সন্ধিক্ষণের দেয়ালে দেয়ালে।

কল্পনার রাজ্য থেকে তুলে আনা কবির সাম্যর আর্তনাদ নিয়ে লিখা কবিতা সত্যিই চমৎকার। ব্যর্থতার গ্লানি ভূলে দিশেহারা কে আট বছর আগে আবার জেগে উঠার আহব্বান যেন আজকেরও বাস্তবতা। তাই এসব ক্বালজয়ী কবিতা সব কালের।

আজকে বড় প্রয়োজন লেখকের
বড় প্রযোজন বিদ্রোহী কবির,
প্রয়োজন, নেতৃত্বের,
প্রয়োজন
মহাসমুদ্র সম ভালবাসার মানুষের।
এসব নিয়ে চিন্তা মননে বিপ্লব সৃষ্টিকারী কে আহব্বান করে লিখা কবিতার কবি ডক্টর সালেহ মতীন কে ধন্যবাদ।
230550
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
ডক্টর সালেহ মতীন লিখেছেন : কবিতা যতটুকু বার্তা পৌঁছে দিতে পেরেছে, আপনার বিশ্লেষণমূলক ও উৎসাহ-উদ্দীপক মন্তব্য বার্তা পৌছেছে তার চেয়ে সম্প্রসারিত পরিধিতে। বিদ্রোহী কবিতা কিংবা অন্য কোন জাগরণের গান শুনে এ জাতি বার বার জেগেছে। কিন্তু এটাও বাস্তবতা যে, বার বার ক্লান্তও হয়েছে, দিশেহারা হয়েছে। কখনও কখনও আলস্য ও স্বার্থপরতা তাদেরকে নিথর করে ফেলেছে। কবি চেয়েছে চুপসে যাওয়া তারুণ্য-যৌবনের ভাটার দিন শেষ করে একটি মিলনমেলায় নতুন করে দ্রোহ জাগাতে। প্রিয় ভাইজান, মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চাই বার বার আপনি আমার ব্লগে পদধূলি দেন। ভালো থাকবেন।
230598
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ সুন্দর লিখেছেন
230783
০৫ জুন ২০১৪ সকাল ০৭:৫০
ফাতিমা মারিয়াম লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে...ধন্যবাদ।
১০
230820
০৫ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
egypt12 লিখেছেন : তখন আমার বয়স ৬-৭ বছর Tongue

ভালো লিখেছেন... Rose
১১
295909
২০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৭
গাজী মিজান লিখেছেন : তুমি উঠে এসো-

উঠে এসা তুমি সমুদ্রের সিঁড়ি বেয়ে

লেখ তুমি সেই শ্বাশ্বত ভালোবাসার শ্লোগান

যুগ সন্ধিক্ষণের দেয়ালে দেয়ালে।
---
---
ভালো লাগলো। ধন্যবাদ Wave

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File