একটি স্বপ্নের মৃত্যুদণ্ড
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০২ জুন, ২০১৪, ১২:৫৬:২৫ দুপুর
আজও আমার সংগ্রামী বক্ষ বিদ্ধ করে
একটি অনিন্দ্যসুন্দর স্বপ্নের টুকরো টুকরো কণাগুলো,
শুভ্র সাহসী একটি মধুময় জীবনের সন্ধানে
এই আমি ডুবেছি কখনো কদর্য কালের প্লাবনে-
শুধু বার বার ফিরে এসেছে উত্তাল-উম্মত্ত
বঞ্চনা সমুদ্রের উপকূলে একটি পরিচিত দীর্ঘশ্বাস-
উত্তপ্ত মরুর বুকে ক্ষিপ্ত বালুকণার পাগলা উল্লাসের মত
মম জীবনে পরাজয়ের কালবৈশাখী
আহত করেছে আমাকে নির্বিচারে বার বার।
নিশীথ বাসরে কাঁদে ফুলদানীর পাঁপড়ীগুলো,
নিস্পৃহ নর্তকীর অবিশ্রান্ত নাচনে
গাঢ় অবচেতনের দুয়ারগুলো খুলে খুলে যায়।
আমি আজো এখনো ক্রন্দনের উপত্যকা পাহারা দিই
একগুচ্ছ বেলী ফুলের মালা হাতে নিয়ে-
খুঁজে ফিরি অজানা কোন মন্থর দুপুরের
অনাহত একটি স্বপ্নের শৈল্পিক বর্গক্ষেত্র।
আমি ধরে আছি সে বিশ্বাসের লাগাম যে,
রুদ্ধ নি:শ্বাসে নিশীথ স্বপ্নের বিবর্ণ প্ররোচনা
আর বেপরোয়া বিশ্বাসঘাতকতার পূর্ণ মূল্য তোমাকে
দিতেই হবে, শুধু অস্তপারের প্রতীক্ষায়।
আমি না হয় ভগ্ন স্বপ্নগুলো সযত্নে আবার সাজাব
জীবনের ফুলদানীতে এপারে না হয় ওপারে,
চাওয়া পাওয়ার দুর্লঙ্ঘ ব্যবধান সমুদ্রের বুক চিরে চিরে
আমি এগিয়ে যাব জীবনের বিস্তৃত রণক্ষেত্রে।
কিন্তু এই স্রোত, এই ক্লান্তি, এই দীর্ঘশ্বাস যেন দ্রষ্টব্যের
মতই নিশ্চল হয়ে আছে আমার অসহায় সংগ্রামী জীবনের
পবিত্র প্রেম পাতার শেষভাগে।
ঢাকা
০১/১১/২০০৫
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ । সুন্দর কবিতা ।
ধন্যবাদ ভাইয়া ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7622/estiak/46402#229425
মতই নিশ্চল হয়ে আছে আমার অসহায় সংগ্রামী জীবনের
পবিত্র প্রেম পাতার শেষভাগে।
মন্তব্য করতে লগইন করুন