এখনো পুরস্কার পেলাম না

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৩ এপ্রিল, ২০১৪, ০৪:৩৮:১১ বিকাল

বিডিটুডে ব্লগের প্রিয় সম্পাদক মহোদয় ও এতদসংশ্লিষ্ট ব্লগার ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে, গত বছর অর্থাৎ ২০১৩ সালের মে মাসের ১২ তারিখে মাকে নিয়ে লেখা প্রতিযোগিতার ফলাফল (মা"কে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ) প্রকাশ করা হলেও আজও পর্যন্ত এর পুরস্কার পাইনি। অথচ এরই মধ্যে চলতি বছরে আয়োজিত বিয়ে নিয়ে লেখা প্রতিযোগিতার ফলাফল পাঠানো হয়েছে এবং বিজয়ীরা তা পেয়ে ব্লগে আমাদেরকে জানিযেছেনও।

বিষয়টি লিখতে আমার কাছে কেমন কেমন লাগলেও লিখছি এ জন্য এই গড়িমসি কিংবা ঘোষণা দিয়ে পুরস্কার প্রদানে অনিচ্ছা সম্ভবত অনুচিত কাজের মধ্যে পড়ে।

আশা করি সম্পাদক মহোদয় তথা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এর জবাব ব্লগেই দিবেন।

ধন্যবাদ

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202122
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : দুটি পর্বেই পুরস্কৃত হয়েছিলাম,কিন্তু এখনো পুরস্কারের দেখা পাইনি।
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৯
151716
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ ভাই।
202124
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৮
সুশীল লিখেছেন : সবুরে মেওয়া ফলে
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১০
151717
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অাপনার মন্তব্যের প্রেক্ষিতে কী বলা উচিত তা বুঝতে না পারায় শুধু ধন্যবাদ দিচ্ছি আপনাকে।
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৩
151801
সুমাইয়া হাবীবা লিখেছেন : Rolling on the Floor =)আসলেই আর কিই বা বলতে পারেন আপনি!
202125
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৮
ইমরান ভাই লিখেছেন : আমার মতে এই প্রতিযোগিতা গুলো শুধুমাত্র ব্লগের স্বার্থে করা হয়। দেখেন আপনাদেরটা কি করে?
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
151721
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
202131
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
আবু সাইফ লিখেছেন : এ বিষয়ে কন্ঠ উচ্চকিত করার জন্য মোবারকবাদ Thumbs Up
Rose

আশা করি কর্তৃপক্ষ সাড়া দিবেন!! Waiting
Praying Praying
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৫
151720
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ আবু সাইফ ভাই। দোয়া করবেন।
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৯
151722
ডক্টর সালেহ মতীন লিখেছেন : পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রিয় আবু সাইফ ভাই। দোয়া করবেন।
202132
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আশা করি সম্পাদক মহোদয় তথা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এর জবাব ব্লগেই দিবেন। আমি কিন্তু জীবনেও ব্লগ পরতিযোগীতায় অংশগ্রহণ করিনি...... তারপরও আপনার কথার সাথে একমত পোষণ করছি যাতে আপনারে ব্যান করলে সাথে আমারেও করেন। আপনি আর একাকীত্ববোধ করিবেন না D'oh Sad
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৫
152174
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ।
202148
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪২
আফরা লিখেছেন : যেটা চলে গেছে সেটা মাফ করে দেন ।প্রতিযোগিতায় অংশ নেন বিজয়ী হলে এখন থেকে পুরস্কার ঠিকমত পাবেন ।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৫
152175
ডক্টর সালেহ মতীন লিখেছেন : চলে গেলেই কি সেটা ভুলে থাকা যায় ? আপনাকে অনেক ধন্যবাদ।
202174
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মডু মামুরা মনে হয় বিয়ে শাদী করতে পারেনি। হেতেরগোরে কিউ বউ তো পরের কথা একটা মেয়ে পর্যন্ত দিবার আগ্রহ নেই। হের লিগ্যা হেতারা বিয়ে শাদীর বাজার খুলেছিল। এই সুযোগে হলেও যদি এক্কান সঙ্গীনি পাওন যায় তাতে মন্দ কি!!!
অহন পর্যন্ত কুনো নিউজ পাওন যায়নি হেতেরগো ডাকে শাড়া দিয়ে কুনো হৃদয়া রানী এগিয়ে আসলো কিনা।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৬
152177
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আপনার মজার বিশ্লেষণ খারাপ লাগেনি। ধন্যবাদ আপনাকে।
202187
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : বিষয়টি উত্তাপন করার জন্য অনেক ধন্যবাদ ডক্টর সালেহ মতিন ভাই। যে কোন অনিয়ম বা ভুলে যাওয়া বিষয় স্মরণ করিয়ে দেয়া উচিৎ। আমার মনে হয় না ব্লগ কতৃপক্ষ কোন ধরণের শঠতার আশ্রয় নিয়েছেন। কোন রকম গ্যাপ হয়ে গেছে কোন কারণে। আশা করি সম্পাদক সাহেবের নিকট থেকে বিস্তারিত জানতে পারবো।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৬
152178
ডক্টর সালেহ মতীন লিখেছেন : প্রিয় লোকমান ভাই মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
202213
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : না বলে ঠিকই করেছেন। আমি একমত। আশা করি নিরাশ হবেননা।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৭
152179
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৭
152194
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুমাইয়া হাবীবা লিখেছেন : বলে ঠিকই করেছেন। Worried Smug MOney Eyes MOney Eyes
১০
202215
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : বলে ঠিকই করেছেন।
১১
202216
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
ফেরারী মন লিখেছেন : বৈধ প্রাপ্ত দেয়া উচিত যদি উক্ত প্রতিযোগিতায় কোনো পুরস্কার ঘোষণা করা হয়।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৭
152180
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সাথে থাকার জন্য মুবারকবাদ
১২
202269
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সবচেয়ে বড় পুরস্কার তো আমরা যারা আপনার লেখার ভক্ত তারাই। তারচে আর বড় পুরস্কার কি হতে পারে।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:০০
152181
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অবশ্যই তার চেয়ে বড় পুরস্কার আর নেই, অবশ্যই নেই। সে পুরস্কার তো পেয়েছি (যদিও যোগ্যতা নেই ভালো লেখার)। সাথে থাকার জন্য অাপনাকে মন্তব্যের জন্য আন্তরিক মুবারকবাদ।
১৩
202304
০৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৫
সন্ধাতারা লিখেছেন : সন্মানিত সম্পাদক মহাদয় কেন কথা দিয়ে কথা রাখতে পারেননি আপনার সাথে আমরাও জানতে আগ্রহী।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:০০
152183
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
১৪
202309
০৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৪০
বিন হারুন লিখেছেন : পুরষ্কারটি বড় কিছু নয়. সেরা লেখা উপহার দিতে পারাই শ্রেষ্ট উপহার
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:০০
152184
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৫
202310
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:০৫
তরিকুল হাসান লিখেছেন : মোহাম্মদ লোকমান
লিখেছেন :
বিষয়টি উত্তাপন
করার জন্য অনেক
ধন্যবাদ ডক্টর সালেহ
মতিন ভাই। যে কোন অনিয়ম
বা ভুলে যাওয়া বিষয় স্মরণ
করিয়ে দেয়া উচিৎ। আমার মনে হয়
না ব্লগ কতৃপক্ষ কোন ধরণের শঠতার
আশ্রয় নিয়েছেন। কোন রকম গ্যাপ
হয়ে গেছে কোন কারণে।
আশা করি সম্পাদক সাহেবের নিকট
থেকে বিস্তারিত
জানতে পারবো।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:০১
152185
ডক্টর সালেহ মতীন লিখেছেন : প্রিয় তরিকুল হাসান ভাই, অঅপনাকে অনেক ধন্যবাদ
১৬
202331
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৫১
ইক্লিপ্স লিখেছেন : সত্যি ব্যাপারটা দুঃখজনক! আশা করি সম্পাদকরা দেখবেন।
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:০১
152186
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ ইক্লিপ্স মন্তব্যের জন্য।
১৭
202693
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : দুঃখজনক
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৪
152221
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ন্তব্যের জন্য অঅপনাকে অনেক ধন্যবাদ।
১৮
203138
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৪
egypt12 লিখেছেন : আমাদের সিকদারর ব্লগার ভাইও আপনার মতই প্রথম পর্বের বঞ্চিত
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
152598
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সাথে থাকার ও মন্তব্যের জন্য আপনাকে মুবারকবাদ। আর সিকদারর ভাইয়ের জন্য সমবেদনা রইল।
১৯
213022
২৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪২
কেলিফোরনিয়া লিখেছেন : অনেকদিন নতুন কোন লিখা দেখছিনা কেন? ভাই।।
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৮
161536
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অাপনাকে অনেক ধন্যবাদ এ অধমকে মনে করার জন্য। তা আপনি কেমন আছেন ? নতুন কোন লেখা দিতে না পারার তো অবশ্যই কিছু কারণ আছে। কারণটা এখানে খুলে বলা বোধ হয় ঠিক হবে না। যে কারণে কারণটাও খোরাসা করে বলা যাচ্ছে না, লিখতে না পারার জন্য সেটাও কিছুটা দায়ী। তবে ব্লগে আসি প্রতিদিন। ভালো থাকবেন এবং দোয়া করবেন। মাঝে মাঝেলেখার চেষ্টা করব।
২০
213412
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫১
কেলিফোরনিয়া লিখেছেন : ভাই, আপনার জন্য, দোয়া রইল। এই ব্লগে মৌলিক লিখার সংখ্যা কম। বেশির ভাগ পেপার নিউজ এর টানা টানি।
আপনার মত, বেশ কিছু মানুষ আমার প্রিয়তে আছেন...জাদের কাছে কিছু শিখার আছে। আমার, ব্লগ বাগানে দাওয়াত রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File