অচিরেই বাঙলা হবে আন্তর্জাতিক ভাষা

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫১:৩৬ দুপুর



১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ঢাকার একটি নাম করা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করতাম। এসএসসি ও এইচএসসি পর্যায়ে বাঙলা পড়াতাম। মমতাময়ী মায়ের শেখানো ভাষা হিসেবে বাঙলা ভাষার প্রতি মমত্ববোধ, শ্রদ্ধা ও আস্থার প্রেক্ষাপটে এ বিষয়ে পাঠদান করতে পারার সুযোগকে আমি সৌভাগ্য হিসেবে এখনও চিহ্নিত করি। সময় পেলে পুঁথিগত সিলেবাসের বাইরেও প্রিয় মায়ের সূত্রে প্রাপ্ত প্রিয় বাঙলা ভাষা, এর নানা বৈশিষ্ট্য ও সম্ভাবনা নিয়ে ক্লাসে আলোচনা করে আমি তৃপ্তি লাভ করতাম। আমার অতি প্রিয় ছাত্র-ছাত্রীরাও প্রত্যাশা করত গতানুগতিক পড়াশুনার চাপ হালকা করতে নিয়মিত প্রাসঙ্গিক লেকচারের পাশাপাশি আমি যেন তাদের মধ্যে কিছুটা সাহিত্য রস বিতরণ করি এবং স্বপ্ন ও সম্ভাবনার কথা বলি। এরই ধারাবাহিকতায় আমি তাদের মধ্যে বাঙলা ভাষা বিষয়ক আত্মবিশ্বাসের ভিত্তি স্থাপনের চর্চা করতাম। আমি বিশ্বাস করতাম এবং এখনও করি যে, বাঙলা ভাষার একজন নগন্য শিক্ষক হিসেবে সেটা আমার একটি গুরুত্বপূর্ণ ও অনিবার্য দায়িত্বও বটে। বাঙলা ভাষার প্রতি ঋণের কিছুটা হলেও দায় পরিশোধের অবিচল প্রচেষ্টা হিসেবে এতটুকু করতে পেরে আমি গর্বিত।

আমি অত্যন্ত আত্মবিশ্বাস ও নির্বিঘœ ভবিষ্যৎ দর্শনের ভিত্তি মঞ্চের উপর দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে একটি অনিবার্য বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি যে, অচিরেই বাঙলা হবে আন্তর্জাতিক ভাষা। আমি আবারো উচ্চারণ করছি, অচিরেই বাঙলা হবে আন্তর্জাতিক ভাষা। কথার কথা নয়, সত্যি সত্যিই হবে। অনেকের কাছে এটা অসম্ভব কিংবা অবিশ্বাস্য মনে হলেও একদিন তা নিশ্চয়ই হবে। সংশয়, সঙ্কট যতই থাকুক বাঙলা ভাষা অবশ্যই একদিন আন্তর্জাতিক ভাষার মর্যাদা লাভে সক্ষম হবে। এ অভিনব বার্তা তাদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া উৎপাদন করলেও অধিকাংশের মধ্যে আমি অনন্য আশাবাদ জাগ্রত হতে দেখেছি। আমি অবশ্য আমার দাবীর পক্ষে চুলচেরা বিচার, বিশ্লেষণাত্মক যুক্তি-তর্ক, দর্শন, ঐতিহাসিক ভিত্তিসহ সমুদয় হিসাব-নিকাশ তাদের সামনে উপস্থাপন করেছি। তাদের মধ্যে অস্থিরচিত্ত মানসিকতার অপরিপক্ক কেউ কেউ ধারণা করত, বোধ হয় ২/১ বছরের মধ্যেই এটি সত্যে পরিণত হবে। বিষয়টি মূলত সে রকম নয়।

একটি ভাষা আন্তর্জাতিক ভাষার মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার জন্য ঐ ভাষার মধ্যে যেসব গুণাগুণ, যোগ্যতা, ঐতিহ্য ও মর্যাদা থাকা বাঞ্ছনীয় তার সবই আমাদের প্রিয় বাঙলা ভাষার মধ্যে বিদ্যমান। এ ভাষার সমৃদ্ধ বর্ণমালা ও শব্দ ভা-ার, আভিজাত্য, আকর্ষণীয় বাচন রীতি, উত্তমরূপে ভাব প্রকাশের সহায়ক শব্দ ও বাক্য পদ্ধতি, ভাষার বিশুদ্ধতা রক্ষার বিধিবদ্ধ নিয়ম-কানুন, ভাষার মর্যাদা রক্ষার স্বীকৃত ঐতিহ্য ইত্যাদি সব বৈশিষ্ট্যই অত্যন্ত গর্বের সাথে ধারণ করছে আমাদের প্রিয় বাঙলা ভাষা। তবে এর পাশাপাশি আরো যেসব বিষয়সমূহ আবশ্যক তাহলো, সংশ্লিষ্ট ভাষা রাষ্ট্রের সার্বভৌম শক্তিমত্ত্বা, সে রাষ্ট্রের প্রভাবশালী, মর্যাদাপূর্ণ, সৎ ও আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য নেতৃত্ব, রাষ্ট্রের আভ্যন্তরীণ জাতিগত ঐকমত্য, আন্তর্জাতিক বিশ্বের সাথে অবিতর্কিত সুসম্পর্ক এবং উক্ত মর্যাদায় উন্নীত করতে আপোষহীন প্রচেষ্টা। এ ছাড়াও সংশ্লিষ্ট ভাষাভাষীর সংখ্যাগত অনুপাত, জনগোষ্ঠীর যোগ্যতা, পারদর্শিতা, আন্তর্জাতিক গোষ্ঠীর উপর প্রভাব, আত্মবিশ্বাস, মর্যাদাবোধ, নিঃস্বার্থ দায়িত্ব বহনের ক্ষমতা, জাগরণের ঐতিহ্য ইত্যাদি অপরিহার্য সম্পূরকের ভূমিকা পালন করে।

আমার সেই বার্তায় মুগ্ধ ও এর বাস্তবায়ন প্রত্যক্ষ করার জন্য অপেক্ষমান এক ছাত্রী বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। কয়েকদিন আগে তার সাথে ফোনে কথা বলার সময় প্রসঙ্গত বইমেলার খবর জানতে চাইল এবং সে বলেই ফেলল, ‘স্যার ! আপনি বলতেন অচিরেই বাঙলা হবে আন্তর্জাতিক ভাষা। কিন্তু কই ? অনেক দিন তো পার হয়ে গেল, এখনো তো কিছু হলো না। আর কতদিন লাগবে ? আমি তাকে জিজ্ঞেস করি, তোমার কি বিশ্বাস হয় যে, এটা হওয়া সম্ভব ? সে উত্তরে বলল, স্যার আপনি বলেছেন, আমি ১০০% বিশ্বাস করি। তার বিশ্বাসকে একটু পরিশোধিত করতে উপদেশ দিই। আমি বলেছি বলে এটা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এমনটি নয়। আমি এখানে কিছুই নই। আমি এখানে সামান্য স্বপ্নদ্রষ্টা ও তার প্রচারকমাত্র। তাকে এই বিশ্বাস শানিত করতে হবে যে, সে যে মায়ের কোলে জন্মলাভ করেছে সেই মায়ের যেমন তুলনা নেই, তেমনি মায়ের শেখানো এই প্রিয় ভাষাটিরও কোন জুড়ি নেই। শুধু কামনা নয়, আশাবাদ ও বিশ্বাসের উচ্চতায় আরোহণ করতে পারলে দূরের অনেক ছবিই দেখা সম্ভব হবে।

সময়ের একক সব ক্ষেত্রে একই রকম দৈর্ঘ্য প্রকাশ করে না। অফিসে বসে বন্ধুকে ফোনে বললাম যে, তুই রেডি হ আমি শীঘ্রই বের হচ্ছি। এর দৈর্ঘ্য ৫ থেকে ১০ মিনিট হতে পারে। শীঘ্রই জাতি ক্রান্তিলগ্ন থেকে মুক্তি পাবে না। এখানে শীঘ্র এর মেয়াদ কয়েক বছর কিংবা কয়েক দশকও হতে পারে। আমার বার্তার ক্ষেত্রেও এ বাস্তবতা প্রযোজ্য। আগামী মাস কিংবা আগামী বছরেই বাঙলা আন্তর্জাতিক ভাষা হয়ে যাচ্ছে এমনটি ভাববার কোন কারণ নেই। এটি দীর্ঘ মেয়াদ সাপেক্ষ। বাঙলা ভাষা কথিত মর্যাদায় অভিষিক্ত হতে যোগ্যতা রাখে কিন্তু তাকে সেখানে পৌঁছাতে উপযুক্ত নেতৃত্বের প্রয়োজন। প্রয়োজন আমাদের নিজেদের যোগ্যতা ও মর্যাদাকে বিশ্বের দরবারে প্রমাণ করার পাশাপাশি মা ও মায়ের ভাষার উপযুক্ত সেবক হিসেবে তার মর্যাদা আন্তর্জাতিক মানে উন্নীত করার আন্তরিক প্রচেষ্টা চালানো।

আশার কথা হলো ২১শে ফেব্রুয়ারি তারিখটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এদিন বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে বাঙলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের সাহস, ত্যাগ ও সংগ্রামী আন্দোলনের সমৃদ্ধ ইতিহাস। এটার পরিণতি কি শুধুই শূন্য। এটা আমাদের আশাবাদ সত্যে পরিণত হওয়ার পথে এক ধাঁপ বাস্তব অগ্রগতি। এটা আমাদের ভাষা সংগ্রামের রক্তমাখা ইতিহাস ও ঐতিহ্যের প্রতি বিশ্ববাসীর স্বীকৃতি ও শ্রদ্ধার স্বরূপ। প্রতি বছর মাতৃভাষা দিবসে তারা নিজেদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি যে ভাষার সংগ্রামী ঐতিহ্য স্মরণ করে একই পাইপ লাইনের মাধ্যমে ভাষাটি আন্তর্জাতিক মর্যাদা লাভের খবর পৌঁছলে সম্ভবত তারা তা প্রত্যাখ্যান করবে না।

ঢাকা

০৬.০২.২০১৩



বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179374
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি একজন বাংলার স্টুডেন্ট, আসলে বাংলা পড়তে গিয়ে অনেক হতাশার মুখোমুখি আমি হচ্ছি, যাক যে ভিন্ন কথা।
আমি বলতে চাই- ‘অচিরেই বাঙলা হবে আন্তর্জাতিক ভাষা’
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
132362
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য্। আপনার হতাশার কারণ আমি অনুধাবন করতে পারি। মাতৃভাষার প্রতি আমাদের হীনমন্যতা ও আস্থাহীনতা যদি পরিহার করতে না পারি তাহলে এ হতাশা ক্রমেই উর্ধগতি পাবে। আপনাকে ধন্যবাদ। আপনার কল্যাণ কামনা করি।
179375
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি চাই বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করা হউক।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৬
132363
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অাপনাকে অনেক ধন্যবাদ। আপনার চাওয়া পূর্ণ হোক এই কামনা রইল।
179408
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বাংলাদেশী নাগরিকেরা যেখানেই যাক, তাদের সাথে সংশ্লিষ্ট সবকিছুতেই অন্তত ইংরেজীর সাথে সাথে বাংলায় সবকিছুর বর্ণনা দেয়া থাকে এই কামনা করছি ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
132388
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ বাহার ভাই আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য।
179458
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৯
132686
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ শাহীন ভাই।
179525
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেকদিন পর দেখলাম? আমি বাংলায় তেমন পাকাপোক্ত না। ধন্যবাদ
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
132687
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ ইশতিয়াক ভাই।
179548
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৩
সায়েম খান লিখেছেন : আমিও চাই সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু হোক। আমি আমার মোবাইল ফোনে বাংলা ভাষা নির্বাচন করে রেখেছি, এজন্য অবশ্য অনেকের কথা শুনতে হয়। তাতে কি? আমার প্রাণের ভাষা ছাড়া অন্য কোন ভাষা নির্বাচন করে আমি শান্তি পাইনা। বাংলা শিগগিরই আন্তর্জাতিক ভাষা হিসেবে মর্যাদা লাভ করুক এই কামনা করি।
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
132688
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আপনার অনুভূতিকে আমি সম্মান করি এবং অঅপনার চাওয়া পূর্ণ হোক এই দোয়া করি। ধন্যবাদ
179640
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৬
অজানা পথিক লিখেছেন : Loser
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
132689
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আপনাকে ধন্যবাদ
179818
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
133414
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
179823
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
হতভাগা লিখেছেন : অচিরেই বাঙলা হবে আন্তর্জাতিক ভাষা


ততদিনে বাংলাদেশীরা হিন্দীতে কথা বলা পুরোদমে শুরু করে দেবে ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩০
133418
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
১০
179987
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : ‘অচিরেই বাঙলা হবে আন্তর্জাতিক ভাষা’ আমরা সে দিনটির অপেক্ষায়...
১১
180615
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩১
ডক্টর সালেহ মতীন লিখেছেন : লোকমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি দেশে এসেছেন ?
১২
200248
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৬
egypt12 লিখেছেন : আমাদের মাঝে যখন কোন মীর কাশিম বা বাবর জন্ম নেবে তখন ইনশাল্লাহ আপনার আশা পূরণ হবে।
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৬
151056
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আল্লাহ তায়ালা ভালো জানেন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File