বিডিটুডে ব্লগে ১ বছর : সবার দোয়া কামনা
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১৯:০৮ দুপুর
বিডিটুডে ব্লগের সাথে সংশ্লিষ্ট সকল ব্লগার/পাঠক ভাই-বোন ও কর্তৃপক্ষকে অান্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এজন্য যে, আজ আমার এই ব্লগে সম্পৃক্ততার ১বছর পূর্ণ হয়েছে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমাদের প্রিয় ব্লগ যেমন সামনে এগুচ্ছে, তেমনি আমাদের পেশাগত, পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও ঝক্কি-ঝামেলা একেবারে কম নয়। তারপরও আমরা একত্রে থাকার চেষ্টা করেছি। একে অপরের সাথে নিজেদের বক্তব্যগুলো শেয়ার করার চেষ্টা করেছি।
আধুনিক তথ্য প্রযুক্তির অনেক বড় একটি আশীর্বাদ ব্লগ। তাই সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে এর সদ্ব্যহার করা আমাদের নৈতিক দায়িত্ব। কোনভাবেই এর অপব্যবহার কাম্য নয়। আসুন আমরা অদেখা-অচেনা মানুষগুলোর মধ্যে ব্লগের সংস্পর্শে সহিষ্ণুতা ও সহানুভূতির সম্পর্ক তৈরি করি।
সবাইকে অাবারো শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ইসলামী ব্যাংকিং সিরিজে নজর রাখছি, কিছু কথা বলার ইচ্ছেও আছে-
আরো এগিয়ে যাক, সুযোগমত হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ
আজ তো শক্ত নিয়ত করাই ব্লগাত্মীয়দের জন্য অনেকটা সময় রিজার্ভ করেছি
দোয়া করুন, আগামীতে নিয়মিত দেখা হবে ইনশাআল্লাহ..
বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত কাউমী মাদ্রাসার মোহতামিম (প্রিন্সিপাল) সাহেবের সাথে আপনার লিখিত ব্লগ নিয়ে আমি দু'য়েকবার আলোচনা করেছি। তিনি সামাজিক, রাজনৈতিক ও ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট আগ্রহী এবং অত্যন্ত সচেতন আলেম। বিভিন্ন ব্যস্ততার কারণে তার সাথে একান্তে বসে আলাপ করার সুযোগ হয় না। তিনি ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত নয়। আমি শুনেছি কয়েকটি সেমিনারে তার দেয়া বক্তব্য শুনে অধ্যাপক আব্দুজ জাহের, বর্তমান এমডি জনাব আব্দুল মান্নান সাহেব অত্যন্ত বিমোহিত হয়েছিলেন। আমার কাছ থেকে অর্থ ব্যবস্থা সম্পর্কে লিখিত নতুন কিছু আর্টিক্যাল ও বই পুস্তুক চেয়েছিলেন তিনি। সুযোগ হলে তাকে আপনার লিখিত ব্লগগুলোর প্রিণ্ট কপি তাকে সরবরাহ করবো।
ব্লগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে পারি, নিয়মিত লেখা লেখি এবং যুক্তিপূর্ণ কমেন্ট চালু রাখলে একসময় ভালো লেখকের সারিতে নাম লেখানো যায়। আশা করবো আপনিও নিয়মিত ব্লগিংএর মাধ্যমে নিজেকে আরো বহু দূর নিয়ে যেতে পারবেন। আবারও শুভ কামন।
ধন্যবাদ আপনাকে।
আমাদেরকে শিক্ষাদিন আমরা সাথেই আছি।
মন্তব্য করতে লগইন করুন