উচ্ছল শৈশবের সন্ধানে
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২৪:৩৬ বিকাল
আমার উচ্ছল শৈশবটা আমাকে অদম্য আকর্ষণে সব সময়ই পিছু টানে। ইদানিং মনে হচ্ছে সে টান-এর গতি মাত্রা অনেক বেড়ে গেছে। আমার আদরের শিশুপুত্র রাতিব যখন তার শৈশবের উচ্ছলতা ও অবারিত দুষ্টুমিকে উপভোগ করে তখন স্মৃতি আমায় বার বার ক্ষত-বিক্ষত করে। মনে হয় ওর সাথে স্নেহময়ী পিতার রূপে মূলত আমি আমার অবলা, সবুজ গ্রাম্য শৈশবেই হারিয়ে গেছি।
একদিন এসব শিশুরাও এ ভাবনা ধারণ করবে এবং কালের অনিবার্য তাড়নায় তাড়িত হয়ে ফেলে আসা সুখময় ও দুরন্ত শৈশবের জন্য শুধু আফসোসই করবে। সত্যি কথা বলতে ছোট বেলায় আমার বেপরোয়া দুষ্টুমি বিরতিহীনভাবে চলার একটা যুক্তিগ্রাহ্য কারণ ছিল যে, স্কুলের পড়াশুনা নিজ দায়িত্বে আগে ভাগেই শেষ করে ফেলতাম। সুতরাং আব্বা-আম্মা দুষ্টুমিকে বারণ করার উপযুক্ত কারণ খুঁজে পেতেন না। হাজার চেষ্টা করেও কি আর সে বয়সটাতে প্রত্যাবর্তন করা যাবে ?
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবি এবং ভাবনা দুটোই বেশ উপভোগ করলাম।
তথাকথিত কম্পিটিশনের শিক্ষা ব্যবস্থায় হারিয়ে যাচ্ছে তা। ৬-৭ বছরের কাউকে যখন দেখি বিকাল বেলা অন্ততপক্ষে ঘরের বারান্দায় খেলার পরিবর্তে টিচারের সামনে বসে থাকতে তখন মনে হয় আধুনিক সকল আবিস্কার মানুষের জীবনকে সরল করেনি করেছে কঠিন।
ধন্যবাদ
আপনি ঠিকই বলেছেন- এখনকার শিশুরাও একদিন আমাদের মতই তাদের শৈশব রোমন্থন করবে। যদিও আমার কাছে ওদের শৈশবটা বন্দিজীবনই মনে হয়! আমাদের শৈশবটাই ছিলো প্রচুর আনন্দে ভরপুর।
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
চরম নস্টালজিক পোস্ট!
ভালো লাগলো আপনার অনুভুতি। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন