ইরানে ৭.৮ মাত্রার ভূমিকম্প
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১৬ এপ্রিল, ২০১৩, ০৬:০১:২৯ সন্ধ্যা
যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৪ মিনিটে হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের কেন্দ্র ছিল ইরানের খাশ শহর থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণপূর্বে পাকিস্তান সীমান্তের কাছে। ভূমিকম্পে নয়া দিল্লির উচু দালানগুলো কেঁপে উঠে বলে রয়টার্স জানায়। মধ্যপ্রাচ্যজুড়েও ভূমিকম্পটি অনুভূত হয়। পাকিস্তানের করাচি ও কোয়েটা শহরেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত ১০ এপ্রিল দক্ষিণ-পশ্চিম ইরানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৭ জন মারা যায়। আহত হয় ৮৫০ জন।
সূত্র : ইরানে ভূমিকম্প
বহুদিন থেকে শুনে আসছি যে, আমাদের দেশে বিশেষ করে ঢাকাসহ কয়েকটি বড় বড় শহর নাকি মারাত্মক ভুমিকম্প ঝুঁকির মধ্যে আছে। তাই যদি হয় তাহলে আমাদের এত বাহাদুরী না করে সব সময় মৃত্যুর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা উচিত। আমিও সবার কাছে ক্ষমা চেয়ে রাখছি, দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দিবেন।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন