একটি এ্যনালগ মাথা এবং একজন মাওলানা আব্দুল লতীফ নিজামী

লিখেছেন লিখেছেন আরইউ মজুমদার ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৩:১০ দুপুর

আজ সকালে সাড়ে ৭ টায় bbc বাংলা প্রত্যুষা সংবাদে দেশের একটি ইসলামী দলের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নিজামীর সাথে একটি কথোপকথন হয়েছে। তিনি একজন ভালো আলেমে দ্বীন তাতে আমার কোন সন্দেহ নেই। আমি জানি তিনি একটি দলের শীর্ষস্থানীয় নেতা এবং আলেমদের নয়নমণী। কিন্তু উনাদের মাথা যে এখনো এ্যানালগ রয়ে গেছে তার প্রমান নিম্নোক্ত লিন্কটা শুনলে বুঝতে পারা যায় সহজে। http://www.bbc.co.uk/bengali/audio_console.shtml?programme=bulletin-2

আমার কথা হল উনারা ইসলামী আন্দোলনের নেতা কান্ডারী কিন্তু উনাদের যে এখনো মুখের জড়তা কাটেনি তা একদম পরিস্কার। একজন নেতা বা একজন সংগঠকের থেকে কাছ থেকে একজন কর্মী কি আসা করে? ভালো দিক নির্দেশনা, ভাল প্রতিশ্রতি বা ভাল পরিকল্পনা বা আরো অনেক কিছু। তার দূরদর্শীতা এবং উত্তম পরিকল্পনার মাধ্যমে একটি প্রতিষ্ঠান বা একটি আন্দোলন সফলতার মন্জিলে পৌঁছতে পারে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনাদের মত এনালগ মাথা নিয়ে আর কেউ বসে নেই। সবার মাথা এখন ডিজিটাল হয়েছে। আপনাদেরকে বুঝতে হবে বর্তমান প্রজন্মের একটি মাথা হচ্ছে একটি বাংলাদেশ। তারা এককথায় অনেক কিছু বুঝতে পারে। আপনার সাথে bbc বাংলার সাথে ২২.০২.২০১৩ তারিখ শুক্রবারে প্রত্যূষাতে ও কথা হয়েছিল কিন্তু আপনি সেদিনও ভাল করে কোন জবাব দিতে পারেননি। আপনাকে ইসলাম অবমাননার বিষয়ে প্রশ্ন করা হল তাতেও আপনার কথায় জোরালোভাবে উত্তর মেলেনি, আপনি সেদিনও মুখে জড়তা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন। কেন আপনাদের মুখের এই জড়তা। আপনারা কথা বলতে পারেননা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মিডিয়ার সামনে যাবেন না বা সাক্ষাৎকার দিবেন না। আপনাদের কথায় আমাদের মনোবল দুর্বল হয়ে যায়। আপনার পরে আপনাদের বিরুদ্ধবাদীদেরও একজনের (মারুফ রসুল) সাক্ষাৎকার নেয়া হয়েছিল কিন্তু তারা তো মুখে কোন জড়তা নিয়ে উত্তর দেয়নি।আপনাকে যে সময় দেয়া হয়েছে তাকেও সেই একই সময় দেয়া হয়েছে অথচ তার কথায় তাদের আন্দোলনের গতিপ্রকৃতি এবং কাজের কথা সামান্য সময়ের মধ্যে পরিস্কার হয়ে গেছে। আমি একজন সাধারণ মানুষ হয়ে আপনাদের মত ইসলামী আন্দোলনের নেতাদেরকে বলছি জালেমরা ইসলামের অবমাননা করছে আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন আমরা ঈমানের তাগিদে রাস্তায় নেমে কেউ আহত বা নিহত হচ্ছি। কিন্তু আপনাদের ইসলামী দলগুলোর অনৈক্যের কারণে জালেম/নাস্তিকরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আপনারা কোরান-হাদীচের কিছু জ্ঞান রাখেন বিদায় কিছু অনুসারী নিয়ে একটি নতুন দল গঠন করে আলাদা হয়ে যাবেন, মুসলমানের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন তা হতে পারেনা। আমরা আশা করব আপনারা সব ভেদাভেদ ভুলে একজামায়াথে শামিল হবেন। যেমন হয়েছে বাতিল শক্তি। তা নাহলে আমরা সাধারণ ঈমানদার মুসলমানরা আপনাদের জন্য আল্লাহর দরবারে রোজ কিয়ামতের ময়দানে আপিল করব উনারা আমাদের নেতা ছিলেন, কিন্তু উনারা বিভিন্ন দল গঠন করে আমাদেরকে বিভ্রান্ত করেছেন, জালেমরা আপনার প্রতি অপবাদ দিয়েছে, আপনার রসূলকে (স) কটুক্তি করেছে এবং ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে কিন্তু উনারা আমাদেরকে কোন সঠিক দিকনের্দেশনা দিতে পারেননি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা বৃদ্ধ হয়ে গেছেন আপনারা তরুণ প্রজন্মের সাচ্ছা ঈমানদার মুজাদিদের হাতে দায়িত্ব অর্পন করুন যারা বাতিলের সামনে বাঘের মত গর্জন করবে এরং বাতিল শক্তি ভয়ে পালাবে। আপনারা কি রাসূল (স) এর সীরাত অধ্যায়ন করেননি। তিনি কিভাবে জালিম সম্প্রদায়কে কথা ও কাজের মাধ্যমে কৌশলে নৈতিকভাবে পরাজয় করিয়েছিলেন। আর আপনারা নামাজ পড়ে তরুনদের জন্য দোয়া করবেন, পরামর্শ দিবেন সামনে এগিয়ে যাবার। আর না হলে আপনাদেরকে আরও ডাইনামিক হতে হবে। আন্দোলনের সবক্ষেত্রে তথা ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং ইন্টারনেট আপনাদের বিচরণ থাকতে হবে। এবং আপনাদেরকে হতে হবে অসম্ভব নমনীয় যেমন দেখা যায় এই ছবিকে

যতই ঝড় তুফান আসুক না কেন আপনাদেরকে থাকতে হবে অটল অবিচল। মূলকে ধরে রেখে ডানে-বামে, সামনে-পিছে অসম্ভব নমনীয়তায় সোজা হব বাঁকা হব ইস্পাতের মত শক্ত থাকবো যেন বাতিল আমাদেরকে উপড়ে ফেলতে না পারে। কেউ যদি আমার এসব কথায় কষ্ট পান তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহু আকবার।

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File