সভ্যতার আকাশে অসভ্যতার হাতছানী!
লিখেছেন লিখেছেন আরইউ মজুমদার ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৮:০২ সকাল
শাহবাগ আন্দোলনের নামে এক শ্রেণীর নাস্তিক তথাকথিত যুদ্ধাপরাধের দায়ে বিরোধী দলের কিছু নেতাকে রাজনৈতিক ভাবে শায়েস্তা করতে না পেরে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবূন্যাল ঘটন করে দু'টি মামলার রায় দিয়ে তার বিরুদ্ধে কিছু রাম-বামপন্থী ব্লগারকে দিয়ে প্রজন্ম চত্বরের নাম দিয়ে ফ্যাসিবাদি আন্দোলন শুরু করেছে। কিন্তু আমাদের তরুন সমাজকে বিভ্রান্ত করতে এই **** যে ইস্যূটি সামনে এনেছে তা আমাদের জন্য খুবই আবেগের, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি আমাদের মুরুব্বিদের থেকে শুনেছি, সে সময় যারা অপরাধ করেছে দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে গ্রেপতার করে শাস্তির কাটঘড়ায় দাঁড় করিয়েছিল ততকালীন মুজিব সরকার এবং তাদের সাথে ১৯৫ জন গুরুতর অপরাধীকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছিল তা জাতির কাছে অজানা নয়।
আমাদের প্রশ্ন হলো: স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে যাওয়ার পর কেন এই বিচারের নাটক মঞ্ঝত্ব করা হলো? বিচারের নাটক মঞ্ঝত্ব করে বিচারের রায় ও দেয়া হল তার পর আর একটি সাজানো আন্দোলনের নাটক মঞ্চত্ব করা হল।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন