শ্রমিকদের লাঠি দেখিয়ে ভবনে তোলা হয়েছে
লিখেছেন লিখেছেন আরইউ মজুমদার ২৪ এপ্রিল, ২০১৩, ০৩:১৫:০১ দুপুর
আমরা কাজে আসতে চাইনি। আমাদের জোর করে কাজে আনা হয়েছে। গতকাল (মঙ্গলবার) লাঠি নিয়ে আমাদের কারখানায় ঢোকানো হয়েছে।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহত শ্রমিকরা এ অভিযোগ করেছেন। তারা বলেছেন, “মঙ্গলবার ফাটল দেখা দেওয়ায় আমরা কাজে যোগ দিতে চাইনি। কিন্তু বুধবার সকালে আমাদের ভয় দেখিয়ে কারখানায় আনা হয়।”
গুরুতর আহত একজন শ্রমিক বলেন, “আমার চার বন্ধু মারা গেছে।” এটা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
বুধবার সকাল পৌনে ৯টায় রানা প্লাজা ধসে মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়ে গেছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৭৫০ লোক। আটতলা রানা প্লাজা প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট এবং ওপর পোশাক কারখানা।
উৎসঃ Banglanews24
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন