স্মার্ট আর দেশপ্রেমিক কি বাংলালিংক দামে পেয়েছেন নাকি? হেহ??

লিখেছেন লিখেছেন আরইউ মজুমদার ০৮ এপ্রিল, ২০১৩, ০৯:৪৯:৫৮ সকাল

মাদ্রাসার ছোট ভাইটাকে ধরেছে এক সাংবাদিক...

সাংবাদিক: হুজুর কোথায় গিয়েছিলেন?

ভাই: মতিঝিল শাপলা চত্ত্বরে।

সাংবাদিক: কেন?

ভাই: নাস্তিক ব্লগারদের ফাঁসি চাইতে।

সাংবাদিক: ব্লগার কাকে বলে জানেন? ব্লগিং অর্থ কি?

ভাই: ব্লগিং অর্থ জানিনা। তবে ব্লগাররা নাকি ইন্টারনেটে লেখালেখি করে। তারা আল্লাহ ও রাসুলকে গালি দেয়।

সাংবাদিক: তারা যে গালি দেয় আপনি নিজে পড়েছেন? কয়েকজন ব্লগারের নাম বলেন।

ভাই: না নিজে পড়ি নাই। হুজুর বলেছেন। আমার দেশে পড়েছি। দুইজনের নাম জানি, আসিফ মহিউদ্দিন ও রাজিব।

সাংবাদিক: নিজে না পড়ে হুজুর আর আমার দেশের কথায় নাচছেন। আবার দুইজন মাত্র ব্লগারের নাম জানেন। আপনাকে তো বেকুব বলা যায়, কি বলেন?

আর অপেক্ষা করতে পারলামনা। তাই বললাম, সাংবাদিক ভাই! লাইভ টেলিকাস্ট করছেন তো? বলল, জ্বি। বললাম আমি কিছু কথা বলব; মাইকটা দেন। হুজুর দেখে হয়তো উৎসাহিত হয়েই আমাকে মাইক দিল।

পাশে দাঁড়িয়ে থাকা ২০-২২ বছরের স্মার্ট ছেলেটিকে ডাকলাম, ভাই একটু এদিকে আসেন।

আমি: আপনি রাজাকারদের বিচার চান?

ছেলে: বলে কি!! অবশ্যই চাই।

আমি: ওদের দোষ কি?

ছেলে: ওরা একাত্তরে আমার দেশের মানুষকে হত্যা করেছিল; মা-বোনদের সম্ভ্রম লুটেছিল। তাদের ফাঁসি চাই।

আমি: আপনি নিজে দেখেছেন তাদেরকে এসব করতে।

ছেলে: নিজে দেখতে হবে কেন? বাবা বলেছে, বইয়ে পড়েছি, শাহবাগে ওদের ফাঁসির দাবিতে গিয়েছি...

আমি: রাজাকারের অর্থ জানেন? রাজাকারদের নাম বলেন।

ছেলে: রাজাকারের শাব্দিক অর্থ জানিনা। নাম বলতে পারব; গোলাম আযম, নিজামী, মুজাহিদ, সাঈদী, সাকা, বাচ্চু, কাদের মোল্লা এরা।

আমি: ঠিক আছে আপনাকে ধন্যবাদ। অই সাংবাদিক মিয়া! একই প্রক্রিয়ায় জেনে একজন বেকুব আরেকজন দেশপ্রেমিক, তাই না? একজন হুজুরের কাছ থেকে জেনেছে-আমার দেশে পড়েছে; আরেকজন বাবার কাছ থেকে জেনেছে-বইয়ে পড়েছে। দু'বছর আগের কথা একজন হুজুরের কাছ থেকে শুনে হাঁদা-আরেকজন বিয়াল্লিশ বছর আগের কথা বাবার কাছ থেকে শুনে স্মার্ট। স্মার্ট আর দেশপ্রেমিক কি বাংলালিংক দামে পেয়েছেন নাকি? হেহ??

সাংবাদিক: কক্.... কক্... কুরুক...কুরুক... কক...কক

আমি: প্রভুদের শেখানো বুলিই তো আপনাদের মুখ দিয়ে বেরুবে এখন। যান ভাগেন.....

বি: দ্র: এটি একটি কাল্পনিক স্ট্যাটাস। বাকি কোন সাংবাদিককে সামনে পেলে এধরনের প্রক্রিয়াতেই বাঁশ দিতাম। আফটার অল, জীবনে অনেক বাঁশের চাষ করেছি; বরাক বাঁশ... মুলি বাঁশ.. আইক্কাওয়ালা বাঁশ....

(সংগৃহিত)

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File