***দৃষ্টি আকর্ষণ: আমরা শুধুমাত্র আল্লাহ তা‘আলার ইবাদত করি ও শুধুমাত্র তার নিকট সাহায্য চাই***

লিখেছেন লিখেছেন উমার ১৩ মার্চ, ২০১৩, ১১:৪৭:৪৯ সকাল

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

অর্থ: আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। [সূরা আল ফাতিহা: ০৫]


মুসলিম হিসেবে আমরা শুধুমাত্র আল্লাহ তা’আলার ইবাদত করি রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পন্থায়। আমরা শুধুমাত্র আল্লাহরই নিকট সাহায্য চাই, আর অন্য কারো নিকট আমরা সাহায্য প্রার্থনা করি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ তা’আলাই ইবাদত পাওয়ার প্রকৃত ইলাহ। আমরা অন্যান্য সকল ‘ইলাহ’ যেগুলোকে মুসলিম ব্যতীত অন্যান্যরা ইবাদত করে তাদের ইবাদত করি না এবং তাদের নিকট সাহায্যও চাই না। কারণ, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম,

আল্লাহ তা‘আলা বলেন,

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الإسْلامُ

অর্থ: নিশ্চয়ই আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম। [সূরা আল ইমরান: ১৯]


আল্লাহ তা‘আলা বলেন,

أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ

অর্থ: তারা কি আল্লাহর দীনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে? অথচ আসমানসমূহ ও যমীনে যা আছে তা তাঁরই আনুগত্য করে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এবং তাদেরকে তারই নিকট প্রত্যাবর্তন করা হবে। [সূরা আল ইমরান: ৮৩]


আল্লাহ তা‘আলা আরো বলেন,

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإسْلامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

অর্থ: আর যে ইসলাম ছাড়া অন্য কোন দীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হবে। [সূরা আল ইমরান: ৮৫]


বর্তমান সময়ে একটা নতুন ‘কালচার’ সৃষ্টি হয়েছে আর সেটা হচ্ছে, গুরুত্বপূর্ণ কেউ অসুস্থ হলে দেশের গুরুত্বপূর্ণ স্থান থেকে গণমাধ্যমে প্রচার করা হয় মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় তার সুস্থতার জন্যে প্রার্থনা করতে! যিনি অসুস্থ তিনিও মুসলিম এবং যিনি আহবান করছেন তিনিও মুসলিম, কাজেই মুসলিম হিসেবে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং শুধুমাত্র তার নিকট সাহায্য চাই অন্য কারো নিকট নয়। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরেকটি নতুন ‘কালচার’ যেমন, কোন গুরুত্বপূর্ণ সভা/অনুষ্ঠান শুরু করার পূর্বে আল কুরআনের পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থের পাঠ করা হয়। সভা/অনুষ্ঠানের শুরুতে কুরআন পাঠ করার বিষয়টি বাধ্যতামূলক কিংবা সুন্নাহ সমর্থিত কোন বিষয় নয়। তথাপি কুরআনের পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থগুলোর পাঠ বিষয়টা মোটেই উচিত নয় বিশেষ করে মুসলিমদের অনুষ্ঠান/সভাতে। কারণ, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং তারই নিকট সাহায্য প্রার্থণা করি।

আল্লাহ তা‘আলা আমাদের হক কথা বুঝার তৌফিক দান করুন, আমীন।

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File