ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নিয়ে আমি ভাল সমস্যায় পড়েছি। হেল্প চাই।

লিখেছেন লিখেছেন সৈয়দ মোহাম্মদ আলী কবির ১১ এপ্রিল, ২০১৪, ০৯:৫৫:৩২ সকাল

ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নিয়ে আমি ভাল সমস্যায় পড়েছি। হেল্প চাই।

১, ল্যাপটপ এছার, কোর আই ৫ এ সিটিসেল জুম ব্যবহার করা হতো গতদিন ধরে ল্যাপটপটি মডেম পাচ্ছে না। জুমটি আনইনস্টোল করে আবার সেটাপ করলাম। কিন্তু কিচ্চু হয়নি। অন্যান্য মডেম লাগিয়েও ট্রাই করেছি কিন্তু একই অবস্থা।

২. এইচপি ল্যাপটপ সবই ঠিক আছে কিন্তু প্রজেক্টর এর স্ক্রিনে আসেনা। প্রজেক্টর সংযোগ দেয়ার পরে শুধু সার্সিং দেখায়। এই ল্যাপটপ এবং প্রজেক্টর সমস্যায় প্রায়ই আমাকে পড়তে হয়।

দয়া করে হেল্প করুন।

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206055
১১ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৬
গেরিলা লিখেছেন : At Wits' End At Wits' End At Wits' End
206109
১১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার ইউএসবি পোর্ট টিতে সমস্যা আছে মনে হচ্ছে।
206311
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪১
আল সাঈদ লিখেছেন : ম্যানুয়াল বই দেখে সাহায্য পেতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File