লজ্জাহীনের আবার লজ্জা কিসের ?
লিখেছেন লিখেছেন সৈয়দ মোহাম্মদ আলী কবির ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৮:৫৭ রাত
আজ সকাল থেকে দেশের নির্বাচনের চিত্র দেখলাম। ভোটার বিহীন নির্বাচন দেখলো বিশ্ববাসী। আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এমন নির্বাচন আর হয় নাই।
অসংখ্য কেন্দ্রে একটাও ভোট পড়ে নাই। তার মানে দল, মত, জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই প্রহসনের নির্বাচন বয়কট করেছে।
নূন্যতম লজ্জা থাকলে এমন নির্বাচনের পরে দেশবাসীর সামনে মুখ দেখাতো না প্রহসনের নির্বাচনের পক্ষের গুষ্টি। কিন্তু সন্ধ্যার আগে দেখলাম লজ্জা সরমের মাথা খেয়ে কয়েকজন নির্লজ্জ নেতা ব্রিফ করছেন অত্যন্ত সন্তুষ্টি নিয়ে। যেখানে একজনও ভোটার ভোট দিতে যায়নাই এবং একটাও ভোট কাস্ট হয় নাই এমন চিত্র বিশ্ববাসীর সামনে লাইভ সম্প্রচারিত হয়েছে সেখানে তারা অবলিলায় মিথ্যা বলে যাচ্ছে, ৪০% এর উপরে ভোট পড়েছে।
এমতাবস্থায় একটাই কথা, "লজ্জাহীনের আবার লজ্জা কিসের ?"
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
It's Magic !
মন্তব্য করতে লগইন করুন