ইসলামী আন্দোলনের কর্মীদের সফলতা নিয়ে আমার ভাবনা
লিখেছেন লিখেছেন সৈয়দ মোহাম্মদ আলী কবির ২২ নভেম্বর, ২০১৩, ০৯:২০:২৭ রাত
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মুমিন বান্দারা প্রাণপণ চেষ্ঠা করবেই। যুগে যুগে হক এবং বাতিলের দ্বন্দ চলে আসছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কাফেরদের প্রচণ্ড বাধা অতিক্রম করতে হয়েছে। কাফেরগণ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) যে নির্যতন চালিয়েছিল তা আমরা সকলেই জানি। কাফেরগণ পরাজিত হয়েছিল, বিজয়ী হয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ), প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম।
ইসলামের চারজন খলিফার মধ্যে তিন জনই শাহাদত বরণ করেছিলেন। এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রাণপ্রিয় হযরত হাছান (রাঃ) ও হযরত হোসাইন (রাঃ) কে কাফেররা নির্মমভাবে হত্যা করে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দাগণকে আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দান করেছেন। আল্লাহ চাইলে তাঁদেরকে এভাবে মৃত্যু না দিয়ে সারা বিশ্বের ক্ষমতা তাঁদের হাতে তুলে দিতে পারতেন। বিশ্বের ক্ষমতা তাঁদের হাতে তুলে দিতেন তাহলে আমরা দুনিয়াবাসীরা অবশ্যই খুশি হতাম। এই জায়গায়ই হচ্ছে আমার মূল কথা।
সারা বিশ্বে মুসলিমগণ আজ মার খাচ্ছে। ইসলামের শত্রুরা আজ মহাশক্তিশালী। তারা মুসলমানদেরকে হত্যা করে নির্যাতন করে অত্যন্ত আনন্দিত এবং বিজয়ের হাসিতে আত্মহারা। এই অবস্থার মধ্যে মুসলমানরা হয়ে পড়েছি দ্বিধা বিভক্ত। একদল (ইসলামী আন্দোলনের কর্মী) আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। অন্যরা হয় কাফেরদের আনুগত্য করছেন, না হয় হতাশাগ্রস্থ হয়ে প্রশ্ন করছেন এতো ত্যাগের বিনিময়ে কেন ইসলামের বিজয় আসছে না ?
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও গ্যরান্টি দিয়ে বলতে পারবে না একটি নিঃশ্বাস ত্যাগের পর পরবর্তী নিঃশ্বাস নিতে পারবে। অপরদিকে পরকালীন জীবন হচ্ছে অনন্ত জীবন। যার শুরু আছে ক্ন্তিু শেষ নেই। সেই পরকালীন জীবনে যারা সফলতা লাভ করবে তাঁরাই সত্যিকার বিজয়ী। মূলতঃ মৃত্যুর মাধ্যমেই পরকালীন জীবনের যাত্রা শুরু।
আল্লাহ পাক বলেছেন, আমার রাস্তায় যাঁরা জীবন দিয়েছে, তাঁদেরকে মৃত বলোনা। বরং তাঁরা জীবীত। কাফেরগণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যার মাধ্যমে যতই উল্লোসিত হোক না কেন বরং তারা পরাজিত ক্ষতিগ্রস্ত। অপরদিকে শাহাদাতে অমিয় সুধা পানকারী ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো মৃত বা পরাজিত নয় তারাই বিজয়ী, তারাই সফল।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন