মিথ্যা Loser ছড়া

লিখেছেন লিখেছেন জোনাকি ২৯ মার্চ, ২০১৩, ১১:০২:০৬ সকাল

১,মিথ্যার উল্লাসে বিচিলিত হই

মিছে কথা যথাথা। তাই তাই সুখ নাই

মিথ্যার সন্ত্রাসে বোবা হয়ে রই।

Rolling Eyes

২,মিথ্যাবাদের নেংটুপুটু খেমটু নাচন।

চারিদিকে এত্ত পচন!

মিথ্যা বচন, মিথ্যা রচন।

আর কতরে রক্ত সেচন রক্ত সেচন!

Star

সত্যবাদের বন্ধুসজন আছেন কজন?

আোওয়ায তুলেন ডজন ডজন

দ্বন্দ্ব ভুলে যোজন যোজন

ছন্দসুরে নতুন দিনের হোক আয়োজন।

Liar

৩, মিথ্যেরা সব ফণা তুলে

অন্তরিখে জলে স্থলে

বিষ যে ছড়ায় বিষ যে ছড়ায়।

চারিদিকে অশান্তি তাই।

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File