ছুটির পুথি পাঠ Rose

লিখেছেন লিখেছেন জোনাকি ২৮ মার্চ, ২০১৩, ০৮:৫৯:৪৩ সকাল

ছুটি আমার ছুটিলো

গুটিগুটি ফুটিলো,

মুকুলো অতুল; রোদ ও অপ্রতুল।

মেঘেমেঘে সাজিলো

রোদেরোদে বাজিলো

ফাগুণেরো গান, পাখী পেরেশান!

সুরেসুরে সাধিলো

ভালোবাসা বাঁধিলো

খুশীরো বাসর, ক্ষণিকো আসর।

(২)

লক্ষ্যেরো পানেলো

একাগ্র ধ্যানেলো

কাজ করে পাখী, আমি দেই ফাঁকি ।

নিজেরেই দিয়ে ফাঁকি

হাহাকারে ডুবে থাকি

সময়েরো ঘুণ, খায় গুনগুন।

ছুটি আমার ছুটিলো

কিভাবে যে ফুটিলো?

ফুলেরো মতন। ভুলের এ জীবন।

২৭ শে মার্চ, সন্ধ্যা ৭ টা

বিষয়: সাহিত্য

১৬৯১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288161
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১০
ছালসাবিল লিখেছেন : ওয়াও আপু, দারুন Day Dreaming আপনি কি বাংলার ছাত্রি? Day Dreaming শব্দ চয়ন দেখে মনেহয় তাই বোললাম। Day Dreaming

পড়েগেলাম সাথে রেখেগেলাম কমেন্টসের স্মৃতি, এর পরে লিখলে আবার আমাকে দাওয়াত দিতেই হবে Loser নাহলে কিন্তু Crying Crying দিবো ।

Rose Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File