ছুটির পুথি পাঠ
লিখেছেন লিখেছেন জোনাকি ২৮ মার্চ, ২০১৩, ০৮:৫৯:৪৩ সকাল
ছুটি আমার ছুটিলো
গুটিগুটি ফুটিলো,
মুকুলো অতুল; রোদ ও অপ্রতুল।
মেঘেমেঘে সাজিলো
রোদেরোদে বাজিলো
ফাগুণেরো গান, পাখী পেরেশান!
সুরেসুরে সাধিলো
ভালোবাসা বাঁধিলো
খুশীরো বাসর, ক্ষণিকো আসর।
(২)
লক্ষ্যেরো পানেলো
একাগ্র ধ্যানেলো
কাজ করে পাখী, আমি দেই ফাঁকি ।
নিজেরেই দিয়ে ফাঁকি
হাহাকারে ডুবে থাকি
সময়েরো ঘুণ, খায় গুনগুন।
ছুটি আমার ছুটিলো
কিভাবে যে ফুটিলো?
ফুলেরো মতন। ভুলের এ জীবন।
২৭ শে মার্চ, সন্ধ্যা ৭ টা
বিষয়: সাহিত্য
১৬৯১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়েগেলাম সাথে রেখেগেলাম কমেন্টসের স্মৃতি, এর পরে লিখলে আবার আমাকে দাওয়াত দিতেই হবে নাহলে কিন্তু দিবো ।
মন্তব্য করতে লগইন করুন