♩বিদায় ♫
লিখেছেন লিখেছেন জোনাকি ১৬ আগস্ট, ২০১৫, ১০:৩৬:০৫ সকাল
সন্ধ্যা বাজায় নীলচে শানাই নিত্য এ আসরে।
বনের পায়ে সারাক্ষণই কত্ত পাতা ঝরে।
তবুও দীঘির বুকটা কেন কাঁপছে অবুঝ ঘোরে?
বিদায়কালে মনটা কেন মূর্খ হয়ে পোড়ে?
স্বর্গীয় সব চিঠির ভারে ডালগুলো সব নুয়ে।
কোন চিঠিটা আগে পড়ি কোন চিঠিটা থুয়ে?
বৈঁচি, বেরি, ম্যাপল, চেরি, পপি, লিলির ভাষা
এত্ত মিঠে হাজার পড়েও ফুরায়না তো আশা।
বৃষ্টিধারা হারায় যে খেই বনের গভীরতায়।
এমন জলজ প্রেমকাব্য কে দেখেছে কোথায়?
এই ঘনবন ছেড়ে যাব কোন দূরে কে জানে?
লালপাখিটা খুঁজবে কিনা সুরেসুরে গানে?
হলদেপাখি যদি দেখে জানালাটা খালি।
নাচবে কি সে আর তেমনি সাজিয়ে রূপের ডালি?
নীলপাখিটা উড়াল খেলা দেখাবে আর কাকে?
কে রে এত ভালোবেসে চোখবিছিয়ে রাখে?
ঋণ এসে বীণ বাজায় বেসুর পোড়ে মনের বাড়ি।
মায়া এসে ছায়া হয়ে বুকটা করে ভারি।
বিষয়: সাহিত্য
২৬৯৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বনের কাছে বিদায় চাওয়া একি কঠিন নয়?
ইমরানও বেঁচে থাকুক আনন্দে উচ্ছলতায়।
কোবতে খানা লাগলো ভালো,
ধাক্কা খেলাম 'থট'এ-
ঋণ পরিশোধ কেমনে হবে-
ভাবনা বিষম বটে!!
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন