সোমা, লুমা ও নীলার ঈদ
লিখেছেন লিখেছেন জোনাকি ৩০ জুলাই, ২০১৫, ০৯:৩৭:২৪ রাত
মালা, দুল কিনলো
মেন্দিও পিনলো
সোমা মনচাঙা।
বুক চিনচিনলো
নাই চোখে নিনলো
নীলা দিলভাঙা।
লাল ব্যাগ ঝুললো
আনন্দে দুললো
নয়া জামা গায়,
সোমা, লুমা ছুটলো
ঈদগাহে জুটলো
নীলা নাইনাই।
"কৈ নীলা কৈ রে?"
খুঁজে হৈহৈ রে
সোমা, লুমা খুব,
বস্তিতে আসলো
মুচকুড়ি হাসলো
"পরে নাও টুপ।"
নীলপনা হিল আর
লালপনা চুড়ি
জামাটার তাইতোরে!
নাইতোরে জুড়ি।
নীলা পরি সাজলো
সুখ তার বাজলো
ছোট্টটি বুকে
নাই আজ কাজলো
দুখ হয় ভাঁজলো,
কে নীলারে রুখে?
shomoymoto postan hoyni বলে dukখিto
বিষয়: সাহিত্য
১৪৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
thanks
ta vala asen vaidi?
Deri kore koments korai Jonne anondiদিto
মন্তব্য করতে লগইন করুন