বন্ধু
লিখেছেন লিখেছেন জোনাকি ১৫ জুলাই, ২০১৫, ১০:২৮:১২ রাত
আমার গলার হারটা দিব, ঝুমকো, বিছা
তবু ও তোর চলে যাবার ডেটটা পিছা,
ম্যাজেন্টা ও সাদাকালোয় ঐ জামাটা।
জানি আমার ডাকাই মিছা, ডাকাই মিছা।
আমার যদি থাকতো আকাশ সুর্যগোঁজা।
একটা সাগর মুক্তো, চুনি, পান্না খোঁচা।
দুই হাতে তোর তুলে দিতাম ও নিঠুরা
তোকে জানি, মিছেই খোঁজা, মিছেই খোঁজা।
রাগিসনারে বারেবারে ব্যর্থ যে হই।
তোর যতনে বেখেয়াল ও অলস-ই রই।
তোর বিরহের শূন্যতাতে প্রেমের তারা
জ্বলছে যে দেখ, বুঝিসনা তুই? কেমন যে সই?
ঠাণ্ডাপানি, সামুচা ও কমলাফুটি।
তোর জন্য তৃষ্ণা ক্ষুধা দিলাম ছুটি।
আর ক'টা দিন থাকনারে তোর সুবাস লুটি।
আর ক'টা দিন থাকনারে তোর আলোয় ফুটি।
বিষয়: সাহিত্য
১৮৫৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ আমাদের ক্ষমা করুন।
অনেক ধন্যবাদ ভাই।
----- (জোনাকি আপির পক্ষথেকে)
----- (জোনাকি আপির পক্ষথেকে)
যতই ধরিস কান্না করিস, বায়না সাধা
টাইম বাঁধা- দিন ফুরালে যায়না থাকা!!!
[ রমাদান চলেই গেল,
বেঁধে রাখা গেলনা
রমাদান চলেই গেল
বেঁধে রাখা গেলনা
দোয়া করবেন, রোজা যেন কবুল হয়, আল্লাহ্ যেন মাফ করেন।
----- প্রিয়তে রাখলাম -----
^^ ] ?
শুকরান জাযিলান।
----- (জোনাকি আপির পক্ষথেকে)
মন্তব্য করতে লগইন করুন