শুভ জন্মদিন কবি আল মাহমুদ
লিখেছেন লিখেছেন জোনাকি ১২ জুলাই, ২০১৫, ১২:০১:০৬ রাত
- ...তোমার আব্বু এলে বলো, আমি আল মাহমুদ ফোন করেছিল...
- কোন আল মাহমুদ? কবি আল মাহমুদ?
- হ্যাঁ, আমি কবি আল মাহমুদ। (পাঠ্যবইয়ের কোন কবিকে জীবন্ত পেয়ে চন্দ্র জয়ের বিস্ময় আমার। )
- তুমি আমার কোন কবিতা পড়েছো?
- নোলক
- শোনাও তো দেখি
- আমার মায়ের সোনার নোলক...
- বাহ! বাহ! (উনি সুন্দর কথায় আমায় পাঙ্খা করে দিলেন, এমনিতো চাঁদে ছিলাম, লো গ্রাভিটিতে, এবার জিরো গ্রাভিটিতে ভাসছি।)
- আপনার কি কোন মেয়ে আছে?
- হুঁ, আছে, তানিয়া মির, আতিয়া মির
- ওদেরকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবেন
হ্যাঁ আসবো, তোমরাও এসো...
কথাগুলো স্কুলকালে কবির সাথে প্রথম আলাপের সংক্ষিপ্ত সার।
অল্পদিন পর উনার বাসায় বেড়াতে গেলাম। টেলিফোনের মত উনি অমনি প্রাণবন্ত, খুশবন্ত। এরপর উনার বাসায় অনেক গেছি। মধুবাগ মাঠের ধারে পাঁচতলা বাসার এক ফ্লাটে থাকতেন। কখনো দেখতাম উনি টেবিলে কর্মরত। সামনে গেলে স্বভাবসুলভ উচ্ছলতায় কুশল পুঁছতেন। উচ্চস্বরে চাচিকে ডেকে বলতেন,
-দেখ কে এসেছে, ওকে ভালো করে নাস্তাপানি দাও।
কখনোবা দেখতাম খাটের উপর আলগ হয়ে বসে লিখছেন। বিড়বিড় করছেন, কণ্ঠস্বর উঁচুনিচু হছে, শরীরও আন্দোলিত হচ্ছে।
"যেভাবে বেড়ে উঠি", "দিনযাপন" আহা! কি ভাল্লাগতো! "কবির আত্নবিশাস" বইটা পড়ে মুগ্ধ হয়েছিলাম। এক কাব্যগ্রন্থে ছিলো "তানিয়ার জন্য ছড়া" যা বারবার পড়তাম। উনার কবিতা ভালোমত বোঝার আগেই আমি দেশ ছেড়েছি। এরপর উনার আর বই পড়া হয়নি; পরে নেটে কিছু কবিতা পড়েছি। অনেক সময় কবিকে ফোন করতে ইচ্ছে হতো প্রবাশ থেকে, বিশেষতঃ চাচির মৃত্যুর পর; চাচিকে শেষ দেখেছিলাম আতিয়া আপার বিয়েতে।
সেই টিনএজে,
উনার জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানাতে ইচ্ছে হতো। ইচ্ছে হতো বলি,
চাচা জানেন, আজ আমারও জন্ম দিন।
শুভ জন্মদিন কবি। সুস্থ থাকুন।
শান্তিতে থাকুন দুইপারে।
বিষয়: সাহিত্য
১৬৭৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদ্মুবারাক।
যাইহোক..... ভালো লাগলো আপনার স্মৃতিচারণ। অনেক কিছু জান্তে পারলাম! যাজাকিল্লাহু খাইর প্রিয় আপ্পি।
শুকরান জাযিলান
মন্তব্য করতে লগইন করুন