পরীক্ষার পূর্বরাত

লিখেছেন লিখেছেন জোনাকি ১৬ জানুয়ারি, ২০১৫, ১২:৫১:২১ দুপুর

সময় সাহেব একটু বসুন

খাবেন নাকি চা’তে রসুন?

মুগের পাকন হরেক পদের

আর কী খাবেন? দেখুন, আসুন।

.

চিতোই, পুলি, ঝালের বড়া

করতে গিয়েই হয়নি পড়া।

রাইতরে যদি কাইত না করেন

তাইলে খাব বিষম ধরা।

.

কী ক্ষতি আজ রাতটা দিগুণ লম্বা হলে?

নিয়ম না হয় গেলোই জলে।

এতেই কেন এত্ত জ্বলেন?

চোক্ষে আগুন কেন বলেন?

.

নদীও তো কোনো বাঁকে গতি ঘুরায়।

পাহাড়ও তো ঝর্ণা উড়ায়।

সন্ধ্যাতারা ঐ যে দেখেন

জিরায় কেমন মেঘের চূড়ায়।

.

সন্ধ্যা সাজেই আজকে থাকেন

রাতের পোশাক লুকিয়ে রাখেন।

বসেবসে জোনাক গোনেন

পাখীয়ালি পদ্য শোনেন।

.

মুসার সাথে "মনোপলি"

মজাই হবে একটু খেলেন।

পরীক্ষার এ পূর্বরাতে

উদারউদার দিলটা মেলেন।

.

আমি বুঝি গোল্লা পেলে

হল্লা করে গোল্লা খাবেন?

আমার দুখে মণ্ডামুখে

নেচেকুঁদে কি সুখ পাবেন?

.

কী ক্ষতি আজ

আপনি যদি ঘুমিয়ে থাকেন?

সুরুজরে কাল নাইবা ডাকেন?

বিষয়: সাহিত্য

১০৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300399
১৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অনেকদিন পর আপনার সুন্দর একটা কবিতা পড়লাম। ভালো লাগলো।
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
243113
জোনাকি লিখেছেন : প্রাণঢালা শুভেচ্ছা Praying
306248
২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

এত্ত লোভনীয় ঐ খাবারগুলো পেলে আমি রাজি হয়ে যেতাম Big Grin
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩৫
247926
জোনাকি লিখেছেন : ওয়ালাইকুমাসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
:D

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File