ঝর্ণার ছবিখানা আঁকতেই
লিখেছেন লিখেছেন জোনাকি ০৩ জানুয়ারি, ২০১৫, ০৬:৫৬:০৫ সন্ধ্যা
আমার এই খাতাতে ঝর্ণার
ছবিখানা আঁকতেই
কুলকুল বয়ে গেল, জানিনা
তা কার মান রাখতে?
বাড়ি আঁকা শেষ হলে আলো জ্বলে উঠলো।
শাখেশাখে, লাখেলাখে, ফুল্পাখী ফুটলো।
দেখি কূলে চুল খুলে হিরামতি নাচ্ছে,
খিলখিল হাসছে।
ব্রিজখানা আঁকতেই, হাত নেড়ে ডাকতেই
ওরা ছুটে আসছে।
সমুচার ঘ্রাণে ওরা ঘরমুখে যাচ্ছে,
চটপটি, ফুচকা ঝটপট খাচ্ছে।
কেউকেউ ঝাল্লেগে খুক্ষুক কাশছে,
চোখ জলে ভাসছে।
কলমের কালি নাই, জোরেশোরে ঘষতেই,
লাফ মেরে বসতেই
পড়ে হই চিৎপাত, স্বপনের ভাঙে দাঁত,
খাতাখানা হাত থেকে খসতেই।
উতসর্গঃদুষ্টু ও অভিমানী হ্যারি ও আওন
বিষয়: সাহিত্য
১০৮৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঝর্ণা
মন্তব্য করতে লগইন করুন