ঝর্ণা
লিখেছেন লিখেছেন জোনাকি ০৩ জানুয়ারি, ২০১৫, ০৯:৫১:৫৬ সকাল
তুষার জমা ঊষার বুকে আশার পাখী ডানা ঠুকে
গান শুনে যে তোর।
তোর সুরের ঢেউয়ে দুলছে যে কোন অতল প্রেমের ঘোর?
.
তোর ছন্দে ঘামে মেঘের পাহাড়, সূর্য ছড়ায় রোদের বাহার
স্বপ্নরা উন্মন।
ঐ তালের জালে জড়িয়ে এ মন নাচছে অনুক্ষণ।
.
কে যে রে তোর নাচের গুরু? তাঁর প্রেমে মন দুরুদুরু
আশায় বাধে বুক।
তোর রূপের বানে, কেন কে যানে? কাব্যরা উৎসুক।
উতসর্গঃ ভিশু ভাই
বিষয়: সাহিত্য
১১১৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টিক্লি, বাজু, বিছায় এ কোন সুরের হুলুস্থুল?
সংসার ও পড়াশোনার মাঝে কাব্যকে স্থান দেয়া মশকিল। তবু মনে দেয় ঢিল। পাশে থাকুন :
বাট টিল নাউ পাখিয়ালী ইজ দ্যা বেস্ট।
আর ২০১৫ তে মনে হয় মেশিন হয়ে যাচ্ছি
কাজের ফাকে পাইনাতো অবসর....
কিন্তু লুকিয়ে লুকিয়ে কবিতা পড়ি কবিতার প্রহর.।
মন্তব্য করতে লগইন করুন