বৃষ্টিকাব্য
লিখেছেন লিখেছেন জোনাকি ০৭ নভেম্বর, ২০১৪, ০১:০২:১৯ দুপুর
তোমার প্রেমের কাব্যগীতির পরশ পেয়ে ঐ
টুন্টুনিটা নাচ্ছে, বাশী বাজাচ্ছে তার সই।
শিষ দিয়ে ঈশ! সুর তুলেছে জংলী পাখীর দল!
ঢোলতব্লা ঝিলের বুকে, পদ্মরা উচ্ছল।
.
বৃষ্টি তুমি কষ্ট লুকাও, সৃষ্টিতে দাও ভরে।
সুখের আশা স্বপ্ন নিয়ে বেড়াও ঘুঙুর পরে।
মেঘের ভীষণ যুদ্ধ লুকাও, অভিমানের প্রহর।
দুখের পুরু পাণ্ডুলিপি উড়িয়ে ঝরো অঝোর।
.
কাঠবিড়ালির মন ভরেনা তোমার ছোঁয়া পেতে
গাছের গোড়ায় দিচ্ছে উঁকি একটু ভিজে যেতে।
নদী হবার সাধ মিটেছে বৃক্ষগুলোর আজ।
মনের সুখে কাঁদতে পেরে, হাসছে মুখে লাজ।
.
জোনাকিরা ভাবছে কখন সন্ধ্যা হবে বনে?
ভেজা হাওয়ায়, ঝোপে পাতায় উড়বে যে কোন ক্ষণে?
আমার পাতাও ভেজাও তুমি, ধুয়ে দাও এ মন।
আমার কলম ভাসিয়ে নিয়ো থমকে গেলে ক্ষণ।
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই নেন হাতুড়িফুল
এই নেন এত্ত গুলো ধন্যবাদ।
এর মাস্টার হ্যারিকেন আমি না
ছড়ার ছন্দে কবিতাখানি বেশ ভাল লেগেছে কবি।
শুভেচ্ছা জানবেন।
অনেকনেক ধন্যবাদ!
লাইক ইটস এ লট।
এত এত ভালো লাগ্লো।
শুকরিয়া জোনাকিবু শুকরিয়া।
নাউ ওয়েটিং ফর নেক্সট ওয়ান.....
ঐটা পরে দিব ভালো কম্বিনেশনে। ওকে?
মন্তব্য করতে লগইন করুন