জোড়া ছড়ালী
লিখেছেন লিখেছেন জোনাকি ০২ নভেম্বর, ২০১৪, ০৯:৫৩:২৯ রাত
এমন যাদু!
তোমার হাতের টোকায় দোলে ডালপালা দুলদুল।
বাতাস যে হয় cool !
ছোট্ট কুঁড়ি হেসে বলে, “হইছি দেখ ফুল।”
করলে সুইচ অন, তুমি যে কখন?
চাঁদ, তারা আর সূর্য ঘোরে, ঘোরে আমার মন।
করলে সুইচ অফ, সুপারনোভা হয় যে আবার তারা অগনন।
জ্যোৎস্না হয়ে জড়িয়ে রাখ, রোদ হয়ে দাও চুম।
ঘুম হয়ে ঠিক ভাসিয়ে দাও, আদরী মওসুম।
ঝর্ণা হয়ে জ্বরা ক্ষরায় আশার কথা বলো।
বৃষ্টি হয়ে সৃষ্টিকলায় উচ্ছলতায় জ্বলো।
তুষার হয়ে কবর যে দাও শহরটা চঞ্চল।
পলকে কে এমন যাদু দেখায় কোথায় বল?
পাখীর সুর
আল্লা ওদের গোল্লা খাওয়ায়
ঘুম ভাঙিয়ে তাই
মিঠাকড়া, কুড়মুড়া এই
সুরধারা উপচায়।
ভোরের হাওয়ায় ছড়িয়ে যায় সেই মিঠায়ের বার্তা।
সেই হাওয়াই মিঠা খেলে কেউই ভুলল্বেনা যে আরতা।
তাঁর জিকিরে মিষ্টি।
পাখীর সুরে ঝরছে দেখ
বাক্লাভা এই বৃষ্টি।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিমস লাইক এ পার্ট অফ তুমি প্লিজ ডু কন্টিনিউ তুমি . .........
আমি নাছোর বান্দা।
ঠাংকু ট্রিলিয়ন ট্রিলিয়ন
আই'ল ট্রাই ব্রো থ্যাংকস আ টন
লিখতাম কত গল্প উপন্যাস কবিতা আছে যতো
সত্যি তোমার তুলনা হয় না। অসাধারণ লিখনি। প্রতিটি লেখাকে অপরূপ সৌন্দর্যে সাঁজিয়ে তোলো আপন মহিমায়।
অনেক ধন্যবাদ ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন