লংকা বাতাসের ধাক্কায় প্রাণ যায়।
লিখেছেন লিখেছেন জোনাকি ২৯ অক্টোবর, ২০১৪, ১১:২১:২০ সকাল
লংকা বাতাসের ধাক্কায় প্রাণ যায়।
হাড়গোড় ভেঙ্গে যায় কম্পনে হায়হায়!
.
আজ কেন মাফলার, গ্লাভসগুলো ভুলেছি?
টুপিটাও সাথে নাই, কোথা যেন খুলেছি!
.
দোলনায় ওমা একি!মটুসটু এক কেক!
ঝর্নাটা আইসক্রিম ফ্যাক্টরি যেন দেখ।
.
কুকুরটা ভেংচায় সোয়েটার গায়ে তার।
স্কোয়ার্ল্টা লেংচায়, খুঁটে খায় কুকি আর।
.
তুষারের সাগরে খোকাখুকু সাঁতরায়
কুড়মুড়া হাসি খেলে বাতাসের যাত্রায়।
.
রোদগুলো বিকেলের অলসতা করছে।
জ্বলেনিভে কি নিঠুর মশকরা করছে।
বিষয়: সাহিত্য
১০২৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
হ্যারি ভাইই মনে খায় তাই এত আইডিয়া পায়।
: )
মন্তব্য করতে লগইন করুন