রান্নাবান্না

লিখেছেন লিখেছেন জোনাকি ২০ আগস্ট, ২০১৪, ০৭:২৩:২৪ সন্ধ্যা

পালং মাশরুম

পালং শাক দুই আটি ধুয়ে কেটে নিলাম। দুই প্যাকেট বাটন মাশরুম চার টুকরা করে কাটলাম।পিয়াজ, কাঁচামরিচ কুচি ও রশুন ক্রাশড। একটা টমেট ও চিজ (অপশনাল) ঝুরি।

তেলে জিরার ফোঁড়ন দিয়ে রশুন এবং একটু পর পিয়াজ ও মরিচ কুচি দিলাম।কিছুক্ষণ পর টমেট দিয়ে নেড়েচেড়ে মশলা দিলাম-হলুদ, মরিচ, লবন, ধনে ও জিরার গুঁড়া। এবার মাশরুম দিয়ে বেশ খানিক্ষণ ভাজাভাজি করলাম।মাশরুম প্রাই হয়ে এলে (৫/৬ মিনিট পর)শাক দিলাম। কিছুক্ষণ ভেজেটেজে ঢেকে দিলাম। মাঝেমাঝে নেড়ে দিলাম। শাক ও মাশরুম হয়ে গেলে চিজ দিয়ে হাল্কা আঁচে কিছুক্ষণ ঢেকে রেখে চুলা বন্ধ করে দিলাম।

খুব মজা হয়েছিল এই সিম্পল ডিম্পল হেলদি খাবারটা। এমন কি আমার পিকি ছেলেটা যে কখনও শাক ও মাশরুম খায়না সে আজ দুইবার এই তরকারি দিয়ে ভাত খেয়েছে।আলহামদুলিল্লাহ্‌।

ফিশফিলে উইথ ওকরা

বড় তেলাপিয়া ফিলে ৫/৬ টা, ছোট টুকরা করে কেটে হলুদ, লবন, ও মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখেছি।ঢ্যারশ আধা ইঞ্চি পুরু করে কেটেছি। চারটা টমেট টুকরা, প্রাই একটা গোটা রশুন ক্রাশড, একটা বড় পিয়াজ, কাঁচা মরিচ ঝুরি।

পিঁয়াজ বাদামি হলে যথাক্রমে রশুন, টমেট ও মশলা- হলুদ, মরিচ, ধনে, জিরা গুড়া-দিয়ে ভালো করে কষিয়ে মাছ দিয়েছি।মাছ ভালমত কষান হলে ঢ্যাঁড়শ। ঢ্যারশ ভালমত কষান হলে ধনেপাতা ও কাচামরিচ দিয়ে দমে রেখেছি কিছুক্ষণ।

Happy এমন মজা হয়েছিল যে আমার মাছ না খাওয়া ছেলে আজ আবার খুঁজছে, আম্মু মাছ আছে? সে ভাজি ছাড়া কোন ফর্মে ঢ্যাঁড়শ খায়না। অথচ মাছ ঢেরশের এই তরকারি তার পছন্দ হয়েছে।

বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256464
২০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৯
বাজলবী লিখেছেন : অাপনার পোষ্ট পড়ে বুঝলাম রান্না বেশ মজা হয়ছে। ছবি দিলে খেতে না পারলেও অন্তত দেখার শ্বাদটা নেয়া যেত। ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৪ রাত ১২:৩৪
200128
জোনাকি লিখেছেন : ছবি তুলতে চেয়েও মিস হয়ে গিয়েছে। ক্ষুদ্র পোস্টটা পড়ে সুন্দর মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।
256472
২০ আগস্ট ২০১৪ রাত ১০:০০
আফরা লিখেছেন : বর্ণনা পড়ে মনে হল মজাই হয়েছে এক সময় চেষ্টা করে দেখব ।ইনশা আল্লাহ !
২১ আগস্ট ২০১৪ রাত ১২:৩৬
200129
জোনাকি লিখেছেন : আপ্নার মনের মাধুরি মিশিয়ে রেধে দেখেন সুন্দর হবে। Happy
256479
২০ আগস্ট ২০১৪ রাত ১০:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ রেসিপির জন্য। আমিও ঢেঁরশ কড়া ভাজি চাড়া খাইনা। আর মাশরুম বাসায় আমি ছাড়া কেউ রাঁধে না!!!!
২১ আগস্ট ২০১৪ রাত ০১:৪৭
200150
জোনাকি লিখেছেন : Happy ধন্যবাদ।
মাশরুম ভাজি করলেতো মজা হয়-ই। এটি চিকেন, খাশি, কলিজা দিয়ে নানাভাবে রান্না করা যায় এবং খুব ভালোলাগে।
256514
২০ আগস্ট ২০১৪ রাত ১১:১৬
২১ আগস্ট ২০১৪ রাত ০১:০৬
200140
জোনাকি লিখেছেন : :Thinking Waiting 3:-O ~:>
256581
২১ আগস্ট ২০১৪ সকাল ০৫:৪২
আওণ রাহ'বার লিখেছেন : আমি আর আমার খাওয়াতো ভাই একসাথে আপনার বাড়িতে দাওয়াত খাইতে যাবো।
২১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৯
200213
জোনাকি লিখেছেন : আপ্নার খাওয়াতো ভাই কে? আসার আগে ফোন কইরেন, নাইলে ঠকবেন।
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৮
203176
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দ্য স্লেভ হচ্ছেন আওণের খাওয়াতো ভাই..... মস্ত বড় পেটুক খাদক আওণ...... Surprised Clown Clown
256609
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : বাহ বেশ সহজ তো রেসিপিটা। খেতেও মজার হবে মনে হচ্ছে। ধন্যবাদ আপুকে Good Luck Rose
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩২
200303
জোনাকি লিখেছেন : ি সহজ। ধন্যবাদ আপু।Happy
257681
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৩
দ্য স্লেভ লিখেছেন : এটা পাপ হল কিনা চিন্তা করা দরকার। তবে জাতি সইবে না...আমার চোখের সামনে এসব চলতে দেওয়া যায না। এসপার ওসপার হয়ে যাবে বলে দিচ্ছি....
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
212249
জোনাকি লিখেছেন : Happy Happy Happy
আপ্নার এত সুন্দর কমেন্টের উত্তর দেয়া হয়নি বলে দুঃখিত।শুভকামনা নিরন্তর
259363
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:১০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপুনি....... আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
আপনি সুস্থ আছেনতো? অনেক দিন দেখছি না আপনাকে ব্লগে Sad Sad Waiting Waiting
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৬
212248
জোনাকি লিখেছেন : আমি ভালই আছি ভাইয়া। থ্যাক্স ফর আস্কিং। শুভেচ্ছা সতত।Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File