রোজার চাঁদ
লিখেছেন লিখেছেন জোনাকি ২৮ জুন, ২০১৪, ১১:১২:৫৩ রাত
খেজুর গাছের উচ্চডালে
ঝুলছে সেকি চাঁদ?
ছুটছুট সব উৎসব রব
টইটুম্বর ছাদ।
এদিক খুঁজি ওদিক খুঁজি।
মামা চাচার আঙ্গুল বুঝি
ডানবাম শুধু করে।
ডাব্লু ভাইয়া গাব্লুরে শুধু চাঁদের ধান্দা ধরে
"ওয়ার্লসের তারে নাকি তা ডিশ থাম্বার আড়ে?"
গাব্লু ভাইয়া না পাইয়া চাঁদ ডাব্লুরে ঘুষি মারে।
খুশিতে আমার বিষম ওঠে; এমন সময় চাঁদটা ফোটে
রাঙ্গা মেঘের ধারে, বাহারেবাহারেবাহারে!
রামাদান মুবারাক সবাইকে
বিষয়: সাহিত্য
১৬৫২ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমযানের শুভেচ্ছা আবারো এত্তগুলো
চাদের মুক্তি চাই !!!
নইলে আপনার রক্ষা নাই !!
দ্যা স্লেভ সেভ মি পিলিজ।
আমরা(আমার পিছে কাউরে দেখিনা যদিও)আছি আপনার সাথে।
লম্বা দেইখা একটা বাঁশ আইনা দেই, চাঁদ টারে গুতাইয়া খেজুর গাছ থেইকা বাহির কইরা দেন। কি কন?
আর যে চাদকে আটকে রাখে,তার পেছনে যে থাকবে,,এবং তার পেছনে যে থাকবে...সব কটার হাত খুলে পায়ে,আর পা খুলে হাতে লাগিয়ে দেব...তখন হাত দিয়ে ফুটবল খেলবে...
আওয়ামী টাইপ থ্রেড।
আল্লাহ বাচাইচে আর খোলেন নাই পার্টস।
ধন্যবাদ
ভাইয়া না পাইয়া চাঁদ
ডাব্লুরে ঘুষি মারে।
খুশিতে আমার বিষম
ওঠে; এমন সময়
চাঁদটা ফোটে
রাঙ্গা মেঘের ধারে,
শুভেচ্ছা রইলো।
দেখা নিয়ে।
সুন্দর কবিতা।
মন্তব্য করতে লগইন করুন