তাকেই দিলাম মন
লিখেছেন লিখেছেন জোনাকি ১০ অক্টোবর, ২০১৪, ১০:০৫:১০ সকাল
[img]http://www.bdmonitor.net/blog/bloggeruploadedimage/jonaki/1412914424.jpg[/im]
শাইনি চুলের বাবরি দোলে, রোদের সোহাগ হেলেদোলে
জুঁইয়ের মত হাসি ঝোলে যখন কথা বলিস।
ঐ মাথাটা লুটিয়ে দিস, তাঁর আদেশে যেথায় থাকিস
হাসি মুখে, সুখেদুখে, তাঁরই পথে চলিস।
.
ঘন পাতায় দিঘল চোখে, কে দিল যে বুদ্ধি মেখে?
অভিমানে মেঘে ভরে আবেগে টলমল!
ঘুম বুলিয়ে দেয় গোপনে, শান্তি ছড়ায় শরীরমনে
সারাটা রাত ধরে যে কে? কে সে আপন বল?
.
তোর শরীরের বিশাল বাড়ি, বানিয়ে দিলেন নিখুঁত ভারি
বাঁচিয়ে রাখেন তোকে যিনি তিনিই আপন জন।
মূর্খ লোকে যে যাই বলুক, যে পথে হোক তারা চলুক
বলবি তাদের যিনি মালিক তাকেই দিলাম মন।
বিষয়: সাহিত্য
১১২৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অয়াও|অসাধারণ|ধন্যবাদ আপনাকে|
আমার ব্লগে বুঝি এই প্রথম?
ফুটলো আলো আমার ব্লগে
তোর ছোঁয়াতে তোর।
শুভেচ্ছা।
যুগযুগ জিয়ো ভাইজান।
জাযাকিল্লাহ....
এক কথায় অসাধারণ!!
ওয়া ইয়াকুম।
ধন্যবাদ দেয়ার ভাষা নাই
অনেক করে দোয়া দিলুম।
বলবি তাদের যিনি মালিক তাকেই দিলাম মন।
সুন্দর লিখেছেন আপু জাজাকআল্লাহ
আসসালামু আলাইকুম।
মন্তব্য করতে লগইন করুন