চুপ থাকা কি এতই কঠিন?
লিখেছেন লিখেছেন জোনাকি ২১ জুন, ২০১৪, ১২:৫৭:২৫ রাত
চুপ হয়ে যা মূর্খ ও মন।
হোস কেন রে অন্ধ এমন?
তুই কি আমার সত্যি সতীন?
চুপ থাকা কি এতই কঠিন?
কালরাতে সব কি অকথা?
টিলিফোনের বিল অযথা।
ঘুম নষ্ট, মন কষ্ট
দাও দণ্ড, তাও ভণ্ড
মনমন্ত্রীর হয়না শরম?
ভাবটা গরম, মেজাজ চরম।
কত্তযে পণ সব জলে যায়।
হটাত কথা লাইন হারায়।
ট্রেন থামেনা, সাইন মানেনা
ইস্টিশনের দিক জানেনা।
মন ওরে মন শোন ওরে শোন
ইবলিসেরই হোস কেন বোন?
চাকর আমার থাকবি অধীন
চুপ থাকা কি এতই কঠিন?
বিষয়: সাহিত্য
১৬৫৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও কয়দিন চুপ থাকার অনুশীলন করলাম-
কিন্তু অসহ্য চিমটিতে আর পারলাম কই!!
রণে ভংগ দিতে বাধ্যই হলাম
আসলে এসব জীবনেরই অনুষংগ,
তাই একেবারে চুপ থাকা সম্ভব নয়- )
উচিতও নয়!
উত্তম হলো প্রসংগ পাল্টিয়ে ফেলা!! ]
যারা এমন মামলায় পড়ার যোগ্য তাদের সবার জন্য দোয়া
পয়সা তো আর হয়না দিতে,
মুখেতে তাই ফোটে যেন খৈ।
বিশ্বাসীরা ভুলে কথায়
চড়ে গিয়ে গাছের মাথায়,
শেষে দেখে-নীচেতে নেই মই
তাইতো ............
ঠিক মতো নামতে না পেরে
লাফ দিয়েই মরতে হয়
"শেষে দেখে-নীচেতে নেই মই" জটিলস!
খুবি ভালো লাগলো!!!
ইহা খুবি কঠিন কাজ।
তবে চেষ্টা করা ভালো।
শুকরিয়া।
ছন্দময় কবিতা ভালো লাগলো
অনেক ধন্যবাদ আপু।
মন্তব্য করতে লগইন করুন