রঙের ছড়া
লিখেছেন লিখেছেন জোনাকি ১৫ জুন, ২০১৪, ১২:০২:২২ দুপুর
কলাবতি ফিতা তোর, দোলচাঁপা চুড়ি।
জামরঙা জুতা জোড়া, হাসি জুঁইকুঁড়ি।
মেন্দির রঙে আলো, হাতদুটো লাগে ভালো,
ঝুমলতা ঝলোমলো
যেন হিরেমতি মেয়ে লাজবতি।
দীঘি জলরঙ চোখে, মেয়েটি বিশ্ব দেখে
এতো রঙ ঢেলেছে কে ?
সন্ধ্যামনিতে, ঝিঁঝিঁর ধনিতে?
জোনকির ঝাঁকেঝাঁকে, মেঘেদের বাঁকেবাঁকে
এতো রঙ ছড়ালো কে ?
রঙধনু ছলে, পুষ্প ও ফলে?
তাঁর রঙে রঞ্জিত, বারো মাস ছয় ঋতু
তাঁর রঙে অন্তর সুন্দর হয় ,তাকি জানা নয়?
বিষয়: সাহিত্য
১৪৭৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক শুকরিয়া।
ভাল্লাক্সে চালিয়ে যা
ন
খুব ভাল লাগল.
যবে উৎপিড়িতের ওই ক্রন্দন রোল আকাশে বাতাশে রইবে না
আমি সেই দিন হব শান্ত।।
নীল নবঘনে আষাড় গগনে
তিল ঠাই আর নাইরে
ওগো আজ তোরা চলে যা
ঘরের বাইরে
কারন
ঝড়ের দিনে মামার বাড়ি
আম কুড়াতে সুখ
পাকা জামের মধুর রসে রঙিন
করি মুখ
মন্তব্য করতে লগইন করুন