ছড়ান্না

লিখেছেন লিখেছেন জোনাকি ১৪ জুন, ২০১৪, ১১:৩৩:৫৫ সকাল

মুগের কারি

কি করে তা ভুলতে পারি?

স্বাদে গুনে মানে ভারি।

মুগের কারি মুগের কারি।

Happy

পিয়াজ রশুন জিরা

একটু ফোড়ন আহ! কি দারুণ

মুগের কারি মুগের কারি।

Love Struck

খোসাঅলা আধভাঙ্গা ডাল

কুঁচিপিয়াজ আদা ও ঝাল

দিলাম হেঁকে সজোরে জ্বাল।

গন্ধে বাতাস হয় বেসামাল।

Angel

ঘন হতেই মনের মত

মশলা দিলাম, আর টমেটো।

মধ্যআঁচে কেবল নাচে

মনের মাঝে ছন্দ ভারি।

মুগের কারি মুগের কারি।

Big Grin

পাঁচতারা ডিশ বুঝলি বোকা

পারবি তুইও, পারবে খোকা

তুমিও পারো আমিও পারি।

মুগের কারি মুগের কারি।

Cook

শুটকি ভুনা

কশনি করো, কশনি করো।

শুটকি তুমি রাঁধতে পারো?

Day Dreaming

লইট্যা শুটকি টুকরা করে

একটু খানি ভেজে,

ভিজিয়ে রাখো ধুয়েটুয়ে

গরম পানির তেজে।

Star

খানিক বাদে ছেঁচে নিও

রশুনপিঁয়াজ বেশিই দিও

অনেক তেলের মাঝে,

কশনি করো মশলা দিয়ে

মধ্যমানের আঁচে ।

Straight Face

শুটকি এবার দাওতো তাতে

নাড়তে থাকো দ্রুত হাতে

মনের রঙের সাথে

মন ছুটেনা যাতে।

Day Dreaming

একটু পানি দিতে পারো

যখন যেটুক লাগে

লবন চেখ আগে।

Thumbs Up

এইতো হলো শুটকি ভুনা

গন্ধে বাতাস ধুনাধুনা।

ক্ষুধায় যে প্রাণ মরোমরো।

কশনি করো কশনি করো।

বিষয়: সাহিত্য

১০৬৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234697
১৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৮
181370
জোনাকি লিখেছেন : অনেক ধন্যবাদ।
234713
১৪ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
চক্রবাক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ জুন ২০১৪ রাত ০৯:৫৫
181494
জোনাকি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
234726
১৪ জুন ২০১৪ দুপুর ০২:৪৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি গেলাম.... Sad Sad
১৪ জুন ২০১৪ রাত ১১:৫৬
181551
জোনাকি লিখেছেন : "কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল? তাইতো খোকন রাগ করেছে..." <:-P

থ্যাংকস ফর কামিং Happy>-
234736
১৪ জুন ২০১৪ দুপুর ০৩:১৯
রাইয়ান লিখেছেন : সুন্দর ছড়া রেসিপি .... খুব ভালো লেগেছে ।
১৪ জুন ২০১৪ রাত ১০:০০
181498
জোনাকি লিখেছেন : শুভেচ্ছে নিয়েন আপু।
234762
১৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
আওণ রাহ'বার লিখেছেন : শুটকি একদম খাইনা.......। Shame On You Crying Crying Crying
১৪ জুন ২০১৪ রাত ১০:০২
181499
জোনাকি লিখেছেন : তো মুগের কারি তো খাইছেন; পয়সা না দেন একটা হাসিতো দিবেন।Happy
234766
১৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
১৪ জুন ২০১৪ রাত ১০:০২
181500
জোনাকি লিখেছেন : শুভেচ্ছা সতত।
235615
১৬ জুন ২০১৪ রাত ১১:৫৭
দ্য স্লেভ লিখেছেন : কথা সেটা না, কথা হল এরকম একটা খাওয়া আমি মিস করলাম কোন কারনে ??

না হ কোনো কারন নেই,কিন্তু মিস হল কেন ?? হায় হায় আমার এ কি হল...ওরে শুটকি না খাই মুগ ডাল দিয়ে কষে দুটো খেতাম....কে আছিস আমাকে কিক কর,,কিক কর....উড়িয়ে দে...আমি যেতে চাই..
১৭ জুন ২০১৪ রাত ০১:৪৯
182162
জোনাকি লিখেছেন : Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File