ইচ্ছেকাব্য

লিখেছেন লিখেছেন জোনাকি ০৯ জুন, ২০১৪, ০৯:১৩:৩৮ সকাল

কারচুমে উমউম, ঘুমরাঙা এই রাত?

কার রঙের এই ডিব্বা উপুড় টৈটুম্বর প্রাত?

কার ঘ্রানেরে নায়ছে রোদে হলদে পরির দল?

ঘন্ধরানী গাছে উড়ে কার রূপের আঁচল?

ঝুমকোজবা, জুই, সর্ণচাঁপা তুই?

কার ইচ্ছেই পুচ্ছমেলে পাগল করিস ভুঁই?

.

কার ইচ্ছে মানে নদী কার ইচ্ছে মানে ঢেউ?

কার ইচ্ছেই নাচ্ছে নদী বলতে পারো কেউ?

কার ইচ্ছে মানে নীল? কার ইচ্ছে মানে চিল?

কার ইচ্ছেই শূন্যের উপর দুনিয়া ঝিলমিল?

কার ইচ্ছে মানে ধান? কার ইচ্ছে মানে পান ?

কার ইচ্ছেই ইচ্ছেমত গায় যে পাখী গান?

Bee

কার ইচ্ছে মানে মৌ? কার ইচ্ছে মানে চাক?

কার ইচ্ছেই বুনছে মধু মৌমাছিদের ঝাক?

মৌতাঁতিদের মত আমিও ভাবি কত

তাঁর ইচ্ছেই বিলীন হয়ে বুনবো মধু অত।

.

রহস্য থৈথৈ অতন্দ্র এই রাত

কার ইচ্ছের কিচ্ছে লিখা কালের ধারাপাত?

কার ধ্যানে একমত? গ্যালাক্সিরা সব।

তাঁর জিকিরে রক্তে জাগে জান্নাতি উৎসব।

.

চম্পাবনে ফুটেছে কার মুচকি হাসিরাশি?

কার প্রেমেরে ফাগুন বাজায় এমন আগুন বাঁশি?

কার ইচ্ছেই ভিচ্ছে পাড়া আজকে সারাদিন।

বনের মনে সুখপাখীরা নাচ্ছে তাধীনধীন।

মেঘগুড়্গুড়্গুড় ঝরছে ঝোলা গুঁড়।

কার ইচ্ছেই বনটা মিঠেমণ্ডাতে ভরপুর?

বিষয়: সাহিত্য

১২২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232664
০৯ জুন ২০১৪ সকাল ০৯:৪০
জোনাকি লিখেছেন : রহস্য থৈথৈ অতন্দ্র এই রাত
কার ইচ্ছের কিচ্ছে লিখা কালের ধারাপাত?
কার ধ্যানে একমত? গ্যালাক্সিরা সব।
তাঁর জিকিরে রক্তে জাগে জান্নাতি উৎসব।
০৯ জুন ২০১৪ সকাল ১১:১৩
179382
আওণ রাহ'বার লিখেছেন : অপূর্ব চমৎকার মুগ্ধ হয়ে গেলাম।
232669
০৯ জুন ২০১৪ সকাল ০৯:৪৯
egypt12 লিখেছেন : আল্লাহর ইচ্ছে Angel
০৯ জুন ২০১৪ সকাল ১০:১১
179358
জোনাকি লিখেছেন : জি। ধন্যবাদ। Happy
232697
০৯ জুন ২০১৪ সকাল ১১:১৪
আওণ রাহ'বার লিখেছেন : মুগ্ধ হয়ে গেলাম কবিতা পড়ে
মুগ্ধতা জানিয়ে গেলাম।
Good Luck Good Luck
ধন্যবাদ
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
179564
জোনাকি লিখেছেন : ঝুমকোজবা, জুই, সর্ণচাঁপা তুই?
কার ইচ্ছেই পুচ্ছমেলে পাগল করিস ভুঁই?

থ্যাংক্স আ টন Praying
232721
০৯ জুন ২০১৪ দুপুর ১২:০৬
প্রবাসী আশরাফ লিখেছেন : আল্লাহ এক ও মহান
এ সবই তারই অবদান
মাখলুক-পৃথী-গ্রহ-তারা
নড়েনা তার হুকুম ছাড়া।

রবের বড়ত্ব বর্ননা নির্ভর অতিচমৎকার কবিতাটি লেখার জন্য আন্তুরিক মোবারকবাদ রইলো।


০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
179566
জোনাকি লিখেছেন : কার ইচ্ছে মানে নদী কার ইচ্ছে মানে ঢেউ?
কার ইচ্ছেই নাচ্ছে নদী বলতে পারো কেউ?

শুকরান জাজিলা। Praying
232746
০৯ জুন ২০১৪ দুপুর ০১:৩৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : প্রথমে থমকে গেছি অতপর চমকে গেছি....
আমার আল্লাহ্ মহান,কবিকে অভিনন্দন।
০৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
179567
জোনাকি লিখেছেন : কার ইচ্ছে মানে চোখ কার ইচ্ছে চুল?
কার ইচ্ছে এত্ত নিপূণ? নিত্যই নির্ভুল।

জাযাকাল্লাহু খাইরান।Praying
232849
০৯ জুন ২০১৪ বিকাল ০৫:৩৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আওণ রাহ'বার লিখেছেন : মুগ্ধ হয়ে গেলাম কবিতা পড়ে
মুগ্ধতা জানিয়ে গেলাম।

ধন্যবাদ
১০ জুন ২০১৪ রাত ০৩:৪৮
179756
জোনাকি লিখেছেন : ...কার ইচ্ছেই বনটা মিঠেমণ্ডাতে ভরপুর?

শুভেচ্ছা অনন্ত Happy Love Struck Angel Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File