আমার ভাষা

লিখেছেন লিখেছেন জোনাকি ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৭:০৪ রাত



ঐতো দাদির গল্পগীতে দাদার হাসি বক্তৃতাতে,

ঐতো নানার চিরলদাঁতে, নানিমনির গজলনাতে।

আমার ভাষা

তারারটুকি ঝিকিমিকি

আঁধাররাতে জ্যোৎস্না ছড়ায়।

মাছেরপোনা সোনাসোনা

মনমোহনায় সাঁতরে বেড়ায়।

আমার ভাষা

ভুল্কাভাতে কলাপাতায়

চান্দিরাতে মেন্দিমেলায়।

মোমের পুতুল তুমুলনাচে

নাটক খেলার শরমআঁচে।

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File