পরিক্ষার পুর্বরাতে
লিখেছেন লিখেছেন জোনাকি ১৮ মে, ২০১৪, ১০:৪৪:৪২ রাত
সময় সাহেব একটু বসুন; খাবেন নাকি চা’তে রসুন?
মুগেরপাকন হরেক পদের, আর কি খাবেন? দেখুন, আসুন।
চিতই, পুলি, ঝালের বড়া, করতে গিয়েই হয়নি পড়া।
রাতরে যদি কাইত না করেন তাইলে খাব বিষম ধরা।
কি হয় এক্টু জিরান? সন্ধ্যাতারায় দিয়ে হেলান।
কি ক্ষতি আজ রাতটা দিগুণ লম্বা হলে? নিয়ম না হয় গেলোই জলে।
এতেই কেন এত্ত জ্বলেন? চোক্ষে আগুণ কেন বলেন?
নদীও থামে কোন বাঁকে গতীও ঘুরায়।
আপ্নি শুধু দম্ভ ভরা দেড়েল বুড়ায়
পাহারোতো ঝর্ণা গড়ায়, তারারো তো সলতে ফুরায়।
চাক্কা ঠ্যালেন ছাক্কা মাপে, হাই কি নিঠুর! বোরিং পুরায়।
সন্ধ্যাসাজেই আজকে থাকেন, রাতের পোশাক লুকিয়ে রাখেন।
বসেবসে জোনাক গুনেন; পাখীয়ালি পদ্য শুনেন।
মুসার সাথে মনোপলি মজাই হবে একটু খেলেন।
পরীক্ষার এই পুর্বরাতে উদারউদার দিলটা মেলেন।
আমি বুঝি লাড্ডু পেলে হল্লা করে গোল্লা খাবেন?
আমার দুখে মণ্ডামুখে নেচেকুঁদে কি সুখ পাবেন?
কোন গাঙে যে মরবো এখন?এত্তো পড়োন! এত্তো লেখন!
কি ক্ষতি আজ আপনি যদি ঘুমিয়ে থাকেন? সুরুজরে কাল নাইবা ডাকেন?
বিষয়: সাহিত্য
১২৬০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতা অসাধারণ।
আশা করছি বড় কবি হয়ে যাবেন।
বইয়ের কথা কিন্তু বললেন না।?!
অনেক ধন্যবাদ সুধারণার জন্য
মন্তব্য করতে লগইন করুন