গাঁওটা আমার
লিখেছেন লিখেছেন জোনাকি ০২ মে, ২০১৪, ০৮:৫৫:৫৩ সকাল
গাঁওটা আমার
তাল কুরকুর, আম চুরচুর, ডুমর ভাজি।
বুক দুরদুর খেজুর-গাছির রুপোর কাছি।
ঘ্রাণ ভুরভুর গমের ভাতে খেজুর লালি।
ঢাক কুরকুর ঢেঁকির নাচন বুকে খালি।
সক্কালটা
আলিফ খালি বা’এর নিচে এক নোকতা।
পাটের ক্ষেতে পুতুল খেলার ঐ রোখটা।
খেজুর রসের দাঁতকপাটি কম্পনটা।
হটাৎ রোদের চাঁদবদনি চুম্বনটা।
দুপ্পুরটা
ছাগল চরান পাগল হারান এই মনটা।
নীলসবুজ আর হলদে বরণ নির্জনটা।
লালদিঘিতে সাঁতার কাটার ধুমধামটা।
একশ বছর গোসলখেলার দুর্নামটা।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সারাদিন আম্মি যেন্নো ভাল্লো হয়ে চল্লি।
ধন্যবাদ জোনাকি সুন্দর কবিতা পড়ার সুযোগ দেয়ার জন্য
বুঝেগেছি, তোমার ঐ বন্ধুটাও আমাদের চেয়ে কম দুষ্টু হপে না। আচ্ছা ওকে ব্লগে আসতে বলো না... বলবা হ্যারির বিশেষ রিকুয়েস্ট এটা।
আবারও বললো তোমি খুব ভালো লেখ হারিকেনাপু।
নাই অভিমান,
ভাই হলো রাহ'বার
আপু হারিকেন।
হারিকাপুটারে তোমাকে সব্বাই আপু ডাকবে নো টেনশন
মন্তব্য করতে লগইন করুন