অদ্ভুত জিমেইল!
লিখেছেন লিখেছেন জোনাকি ২২ এপ্রিল, ২০১৪, ০১:৪৯:১০ রাত
সাইন ইন করি জিমেইলে যখন দেখি অদ্ভুত মেইল!
কি ভাষায় লেখা রুশ না ল্যাটিন নাকি তা বোধহয় ব্রেইল!
ক্লিক করতেই অবাক ব্যাপার সুন্দর কিছু ছবি
ঘনকালো চুলে মিরাজের মুখ ভাবখানা কবিকবি।
সিল্কি চুলের নাইস কাটিং ঠিক ওর মনমত
আশা করছিল ওরকম চুলই কিছুদিন ধরে গত।
এক ছবিতে স্যুটবুট পরা আর এক ছবিতে শার্ট
কালো ঘড়িটাতে মানিয়েছে ভারি একদম পুরা স্মার্ট!
চশমাটা তার নতুন লাগছে; ল্যাপটপ দেখি কোলে।
‘রাতারাতি সব কোথায় পেলিরে? সেতো হাসে দাঁত মেলে।
ছবির নিচে সবুজ হরফে লেখা দেখি দুটি কথা
“আসছে সুদিন দেরি নেই আর; দূর হলো দুখ ব্যথা।”
দৌড় দিয়ে যাই মিরাজের কাছে; ঘুমিয়ে কাতর সে,
ঘনচুল তার কপালে আঁকা; ছবির মতনি যে।
জ্বর নেই গায়ে একটুও তো; নেই কাশি ঘংঘং
বুকের ভিতর ঘড়ঘড় নেই এজমার সংসং!
হসপিটালের বেডে শুয়ে আছে যেন রাজা মহারাজ
ডাক্তার এসে সব দেখেশুনে রিলিজ দিল যে আজ।
“হসপিটালে সাতদিন থেকে দেখেছো আমার চুল?-
কত বড় হল, ওজনো বেড়েছে, লাগছে আমায় কুল!”
কথা বলে আর হাসে সে আবার অবাক হয়ে যে দেখে,
“দেখ আংকেল গিফট দিয়েছে কি” ল্যাপটপ ধরে থেকে।
বাসায় ফিরে দেখি ঘরবাড়ি সাজানো ছবির মত
জুবুথুবু সব জিনিস কোথায়? কে দিল এসব অত?
ওদের আব্বু ব্যাগ নিয়ে রেডি চাকুরী হয়েছে তার,
দুবছর ধরে বসে আছে ঘরে; কত যে হলো সাফার।
পাঁচটা পেটের ভাত জোগানো সোজা কথা নয় অত,
শেষমেস ওরা অসুখে পড়লো; বিল যে আসছে কত।
ধার নেয়া আছে সকলের থেকে বাঁকি কেউ নেই আর
কে আছে জানিনা, দরকার হলে নেয়া যাবে কিনা ধার!
বাসাভাড়া আর বিলটিল দিয়ে কিছুই থাকেনা বাঁকি
জীর্ণশীর্ণ হচ্ছে ছেলেরা এত দেখা যায় নাকি!
ঘরে এসে ফের লগইন করি; জিমেইল খুলে যে দেখি
ওই চিঠি খানা গায়েব হয়েছে; কোথায় গেল তা একি!
পাশেই বসে হোম ওয়ার্ক করে মিরাজ দেখি তো চুপ
প্রথম পিসির সুখে সে বিভোর তাই বুঝি নিশ্চুপ।
হুড়মুড় করে কুড়মুড় হেসে সিরাজ এসে যে বলে
“দুই মিলিয়ন উইন করেছি খবর এসেছে মেলে।”
পিসিএইচের খবরটা পড়ি; পইপই করে খুঁজি-
ইমেইলটা সেই, "সুখেরম্যাসেজ" সত্যিই হলো বুঝি!
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা রান্না পারেন - তাঁরা সবই পারেন!
মাশাআল্লাহ!
জাযাকাল্লাহু খাইর।
ঘাসের বাগানে জোনাকি
রাতের আঁধারে করছেকি?
একি! জ্বলছেতো মিটি মিটি!
আপ্নাদেরও......
দেখতে সুন্দর লাগছে কি?
আপনার জন্য একমুঠ বর্ষা
অনেক মজার কবিতা। বৃষ্টিভেজা সেই দিনগুলোর কথা স্বরণ করে পড়লাম। ছবির পিচ্চিটাও সেইরকম হয়ে গিলতেছে বৃষ্টির ফোটাগুলো। মনেহয় আমার মতো দুষ্টুমার্কা কেউ হপে
মন্তব্য করতে লগইন করুন