ছড়াচুর-২
লিখেছেন লিখেছেন জোনাকি ২১ এপ্রিল, ২০১৪, ১২:৪২:২৩ দুপুর
তোমার চোখে হুমড়ি খেয়ে পড়লো এ মন।
ঐ হাসিতে ফাঁশি নয়তো যাবজ্জীবন।
বিষয়: সাহিত্য
১২৪৮ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা, কবিতা লিখতে কি চুলো জ্বালতে হয়?!
লিখেছেন জোনাকি ২২ এপ্রিল, ২০১৪, ০১:৪৯:১০ রাত লেখক লেখাটি সরিয়ে ফেলেছেন অথবা ড্রাফট করে রেখেছেন।
তাই হিসেব করে ফেলিও পা৷
অনেক ধন্যবাদ।
তবে এ পর্যন্ত পাখিয়ালি বেষ্ট আমার কাছে।
মন্তব্য করতে লগইন করুন