লালবল
লিখেছেন লিখেছেন জোনাকি ২০ এপ্রিল, ২০১৪, ১১:০৯:১৯ সকাল
আল্লাদি এলো চুল বাতাসে দুলছে
বলটা যে পায়েপায়ে ঘুরছে
মনভরা খুশিরা গড়াগড়ি করছে
বনভরা খোকাখুকু উড়ছে।
পাখীরা ঘুরেঘুরে হাততালি দিচ্ছে!
ফুলেরা সুরেসুরে হাসছে,
বল হলো ছক্কা উড়ে গিয়ে তারপর
ঝর্ণার পানিতে যে ভাসছে।
?
দৌড়দৌড় ধুমসে, ওরাসব ছুটছে
চারিদিকে বলটাকে খুঁজছে,
নাইনাই কোত্থাও; মাথা সব নাড়ছে,
কেউকেউ জলে নেমে জুঝছে।
নী্লবল নাই এক লাবল ভাসছে,
সূর্যের মত ঐ বলটাযে ঝলমল!
দরজাটা খুলে এক এলিয়েন আসছে
অদ্ভুত আলোতে চোখ দুটো জ্বলজ্বল!
বল এবার আকাশে উড়ছে ঘুরছে
খোকাখুকু চুপচাপ দেখছে
চাঁদতারা উল্কা নীহারিকা ভাসছে,
গল্পের মত সব ঠেকছে।
রাতনাই ঘুমনাই পড়াশোনা কাজনাই
নতুন এক গ্রহতে নেমেছে
ইচ্ছেরা দলমেলে ঝুমঝুম নেচে যায়
আবেগের ঘ্রাণে মন ঘেমেছে।
স্বপ্নের দেশে আসা সত্যিই হল বুঝি
আহা কিযে শান্তি মুক্তি!
"ওঠওঠ সোনামণি সময় যে হয়ে এলো
ইশকুলে যাবিনা মা সুক্তি?"
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনটা আমার উড়তে থাকে ) যদিও তোমারটার মতো সুন্দর নয় ইশ্কুলথেকে এসে পড়ে দেখিয়ো
নতুন এক গ্রহতে নেমেছে
ইচ্ছেরা দলমেলে ঝুমঝুম নেচে যায়
আবেগের ঘ্রাণে মন ঘেমেছে
সুন্দর অন্নেক সুন্দর
মন্তব্য করতে লগইন করুন